আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিধানসভায় সংবিধান প্রণেতা বিআর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন। তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমি সরকারের সঙ্গে সহযোগিতা করি না। কিন্তু আমি যখনই কোন বিষয় নিয়ে জানতে চেয়েছি তখন সদুত্তর পাইনি।’’ তিনি আরও বলেন, ‘‘যখনই কোনও দুর্নীতির বিষয়ে প্রশ্ন করেছি তখন কোনো উত্তর দেওয়া হয়নি। বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল। সেই বিষয়ে প্রশ্ন তুলে এখনও কোনও জবাব পাইনি। হাওড়া ও বালি পুরসভা আলাদা করা নিয়ে বিধানসভায় যে বিল পাশ হয়েছিল তা নিয়েও আমার কিছু প্রশ্ন ছিল সে ক্ষেত্রেও কোন উত্তর দেওয়া হয়নি।’’