Advertisement
০১ মে ২০২৪
Death

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায় প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল মহাশ্বেতার। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে বুধবার তাঁর মৃত্যু হয়েছে।

image of sukhendu shekar and his wife

প্রয়াত সাংসদ সুখেন্দুশেখর রায়ের (ডান দিকে) স্ত্রী মহাশ্বেতা রায় (বাঁ দিকে)। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ২০:৪৭
Share: Save:

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সোমবার রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার পরেই স্ত্রীর মৃত্যুর খবর পান সুখেন্দুশেখর। মহাশ্বেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল মহাশ্বেতার। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে বুধবার তাঁর মৃত্যু হয়েছে। ৪১ বছর শুখেন্দুশেখরের সঙ্গে সংসার করেছেন। রান্না করতে ভালবাসতেন মহাশ্বেতা। খাওয়াতেও ভালবাসতেন। অবসর সময়ে গান শুনতেন। একমাত্র মেয়ে, জামাই এবং নাতনিকে রেখে গিয়েছেন তিনি।

স্ত্রীর মৃত্যুর পর সাংসদ সুখেন্দুশেখর জানিয়েছেন, তাঁর পাশে সব সময় ছিলেন, এমন এক জন ভাল মানুষকে হারিয়েছেন তিনি। ভাল বন্ধুকে হারিয়েছেন। বুধবার কেওড়াতলা শ্মশানে মহাশ্বেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Sukhendu Sekhar Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE