বাংলার বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নিজেদের ছাত্র সংগঠনের সক্রিয়তা বাড়াতে চলেছে সঙ্ঘ। সূত্রের খবর, ৩১ জুলাই রাজ্যের চার জায়গায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এবিভিপি। সমাবেশগুলি হবে কোচবিহার, রায়গঞ্জ, মালদহ ও কলকাতায়। শহরে কলেজ স্ট্রিটের সমাবেশে থাকার কথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ সোলাঙ্কির। বাকি তিন জায়গাতেও তিন সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা। সূত্রের দাবি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবিভিপি বাংলায় দু’লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে।
সমাবেশের পাশাপাশি এবিভিপি-র সাংগঠনিক কাঠামো অনুযায়ী সর্বোচ্চ স্তর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকও বসতে চলেছে বাংলায়। শিলিগুড়িতে ২ থেকে ৪ অগস্ট এই বৈঠক হওয়ার কথা। তা উপলক্ষে উত্তরবঙ্গ জুড়ে দেওয়াল লেখা-সহ প্রচারের কাজ শুরু হয়েছে। এর আগে ২০১৯-এর লোকসভা ভোটের আগে কলকাতায় এই বৈঠক হয়েছিল।
সংগঠনের এমন ‘সক্রিয়তা’ প্রসঙ্গে এবিভিপি-র এক সর্বভারতীয় নেতা বলেছেন, “সরাসরি নির্বাচনের কাজে যুক্ত থাকার কথা না-বললেও সঙ্ঘ স্বয়ংসেবকদের পূর্ণ শক্তিতে ভোটের আগে মাঠে নামাবে। তেমনই ছাত্র সংগঠনকেও তৃণমূল স্তরে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)