Advertisement
E-Paper

ঘরে মজুত করা বোমা ফেটে মৃত্যু গৃহবধূর

রান্নাঘর লাগোয়া ঘরে মজুত করা ছিল বস্তা ভর্তি বোমা। সেই বোমা ফেটেই বীরভূমের লাভপুরে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রান্নাঘর লাগোয়া ঘরে মজুত করা ছিল বস্তা ভর্তি বোমা। সেই বোমা ফেটেই বীরভূমের লাভপুরে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাভপুরের শান্তিপাড়ার ওই বাড়িতে তখন রান্নাঘরে রান্না করছিলেন বছর পঞ্চান্নর সরিফা বিবি ও তাঁর পুত্রবধূ হুসনেহারা বিবি (২৫)। তাঁদের রান্নাঘরের পাশেই একটি ঘরে প্রায় পাঁচ বস্তা বোমা মজুত করা ছিল। হঠাৎই কোনও কারণে সেই বোমাগুলি ফেটে যায়। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সরিফা বিবির। গুরুতর জখম অবস্থায় লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হুসনেহারা বিবি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রান্নাঘরের চালা উড়ে যায়। এমনকী আশেপাশের কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটলও ধরে। বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির বাইরে বেড়িয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। সরিফা বিবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাভপুর থানার পুলিশ।

কী কারণে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ বোমা? নিহত সরিফা দেবীর স্বামী স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রহমান মল্লিক জানিয়েছেন, এক প্রতিবেশী তাঁদের বাড়িতে ওই বস্তাগুলি রেখে গিয়েছিলেন। বস্তায় যে বোমা আছে তা নাকি জানতেনই না আব্দুর।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: সমুদ্রে তলিয়ে যাওয়া আরও দুই যুবকের দেহ উদ্ধার মন্দারণিতে

আরও পড়ুন: Ananda Utsav is back again with new Durga Puja information

Bomb Blust Woman Died Lavpur Birbhum Explosion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy