Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State News

জমি বিবাদের জেরে খুড়তুতো ভাইয়ের হাতে খুন মহিলা

স্থানীয় বাসিন্দাদের দাবি, জায়গা-জমি দখল করে নেওয়ার জন্য কাকার পরিবারের সঙ্গে দু’তিন বছর ধরেই মানসুরার ঘরোয়া বিবাদ চলছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
তেহট্ট শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:৪২
Share: Save:

আত্মীয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে খুন করা হল এক মহিলাকে। নদিয়ার তেহট্টে।

পুলিশ সূত্রের খবর, জমি নিয়ে কাকার পরিবারের সঙ্গে ওই মহিলার ঝামেলা চলছিল বছর তিনেক ধরে। সেই বিরোধের জেরে বুধবার, মায়ের সামনেই ওই মহিলাকে কুপিয়ে খুন করেছে তাঁর কাকার ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত পলাতক। তার খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, থানারপাড়া গ্রামের বছর আঠাশের ওই মহিলার নাম মানসুরা বিবি (২৮)। স্বামী পরিত্যক্তা মানসুরা তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে মায়ের সঙ্গে থাকতেন। পাশেই কাকা মামলত মণ্ডলের বাড়ি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জায়গা-জমি দখল করে নেওয়ার জন্য কাকার পরিবারের সঙ্গে দু’তিন বছর ধরেই মানসুরার ঘরোয়া বিবাদ চলছিল।

আরও পড়ুন
টু-জি: ক্লিনচিট পেলেন রাজা-কানিমোঝি, স্বস্তিতে মনমোহন
সাংসদদের মাঝেই কেঁদে ফেললেন মোদী, তিন বার

মানসুরার মা জাহানারা বিবি জানিয়েছেন, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মেয়ের সঙ্গে ঘরে গল্প করছিলেন তিনি। সেই সময় তাঁর কাকার ছেলে এসে মানসুরাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মানসুরা তার প্রতিবাদ করেন।

জাহানারা বিবির দাবি, সেই সময় মদ্যপ অবস্থায় ছিল মামলতের ছেলে ভাসান। মানসুরার কথায়, তখনকার মতো সেখান থেকে চলে গেলেও কিছু ক্ষণ পর একটি ধারালো অস্ত্র নিয়ে ফিরে আসে ভাসান। এর পর তাঁর সামনেই মানসুরার মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকে ভাসান। ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে মানসুরা।

আরও পড়ুন
বাংলায় লড়তে হবে কেরলের ধাঁচে, দাবি ভাগবতের

পড়শিরা জানিয়েছেন, জাহানারা বিবির চিৎকার শুনে তাঁরা তাঁদের বাড়িতে গিয়ে দেখেন, মানসুরার দেহ রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে থানারপাড়া থানায় খবর দেন তাঁরা। বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় ভাসান। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও কার্তিক মণ্ডল। পাশের নাজিরপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুজয় মণ্ডলও পৌঁছে যান বিশাল বাহিনী নিয়ে। অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Crime Tehatta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE