লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘মনুস্মৃতি’ নিয়ে মন্তব্যের জন্য হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। ওই বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল প্রদেশ মহিলা কংগ্রেস। সংগঠনের সভানেত্রী সুব্রতা দত্তের নেতৃত্বে বিধান ভবনের কাছে ফিলিপস মোড়ে বিক্ষোভ হয়েছে। কংগ্রেসের দাবি, হাথরস সংক্রান্ত ঘটনার সমালোচনায় রাহুল প্রকারান্তরে সঙ্ঘ পরিবারকে দায়ী করেছিলেন। তার পরেই শঙ্করাচার্য ওই হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, কিসান কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস প্রমুখ। প্রসঙ্গত, রাহুল দাবি করেছিলেন, ‘মনুস্মৃতি বইটি ধর্ষকদের রক্ষা করে।’ প্রয়াগরাজে মহাকুম্ভে ধর্ম সংসদ থেকে শঙ্করাচার্য রাহুলের মন্তব্যের তীব্র নিন্দা করে হুঁশিয়ারি দিয়েছিলেন। এক মাসের মধ্যে রাহুলের এই নিয়ে প্রতিক্রিয়া ও ক্ষমাপ্রার্থনার দাবিও জানিয়েছে ধর্ম সংসদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)