Advertisement
১৬ এপ্রিল ২০২৪
School Service Commission

‘স্যার প্লিজ, চাকরিটা দিন’, শিক্ষামন্ত্রীর কাছে আকুতি হবু শিক্ষকদের

নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে খোলা আকাশের নীচেই রয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা হুবু শিক্ষকেরা। এ দিন সকালে তাঁদের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন।

প্রেস ক্লাবের সামনে অবস্থান হবু শিক্ষকদের। নিজস্ব চিত্র।

প্রেস ক্লাবের সামনে অবস্থান হবু শিক্ষকদের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ২১:১২
Share: Save:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাতের নাগালে পেয়ে আকুতি জানালেন হবু শিক্ষকেরা। বললেন,‘‘একটা কাজ দেবেন, বলুন। আজই অবস্থান তুলে নিচ্ছি।’’

গত কয়েক দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থানে বসেছেন। অনেকে অনশনও করছেন। ইতিমধ্যে কয়েকজনকে আবার হাসপাতালেও নিয়ে যেতে হয়েছে।শনিবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী। সেখান থেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে যান পার্থবাবু। তখনই এক যুবক তাঁকে বলেন, “আমাদের চাকরিটা দিন। কাজ দেবেন বলুন, অবস্থান তুলে নিচ্ছি।” কথা শেষ হতে না হতেই আরও পাশ থেকে আরও কয়েকজন তরুণী বলে উঠলেন, “প্লিজ স্যার, আমাদের কাজ দিন। পরীক্ষার পর ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও কাজ পাচ্ছি না।”

অভিযোগ শুনে কত জন এমন চাকরি প্রার্থী রয়েছেন, তার তালিকা তৈরি করে আগামী মঙ্গলবার দেখা করতে বলেছেন শিক্ষামন্ত্রী। তবে এই সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে সন্দিহান ওই যুবক-যুবতীরা।

আরও পড়ুন: মার্চের ১০ বছরের রেকর্ড ভাঙল, বসন্তে আরও কিছুদিন থাকবে শীতের আমেজ

কারণ গত কয়েক বছর ধরে দীর্ঘ লড়াই চালিয়েও এসএসসি-র পরীক্ষায় পাশ করার পরেও, ‘ওয়েটিং লিস্টে’ নাম উঠে রয়েছে তাঁদের। তার পরেও কেউ চাকরি পাননি বলে অভিযোগ। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে খোলা আকাশের নীচেই রয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা হুবু শিক্ষকেরা। এ দিন সকালে তাঁদের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন।

আরও পড়ুন: আদালতে হাজিরা দিয়েই রাজ্য এবং সিআইডি-র বিরুদ্ধে খড়্গহস্ত ভারতী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE