Advertisement
০২ মে ২০২৪

অমিতের পাল্টা সভার দায়িত্বে ফের অভিষেক

শাসক দলে এসেও বিরোধী দলে থাকার সময়ে পাল্টা সভা করার প্রবণতা অব্যাহত। কলকাতায় আগামী ৩০ নভেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা করার কথা। তারপর দিন, ১ ডিসেম্বর দুপুরে শহিদ মিনার ময়দানে পাল্টা সভা করবে তৃণমূল এবং অমিতের মোকাবিলায় এ বারও ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের ছাত্র-যুব নেতাদের এগিয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৪ ০২:২১
Share: Save:

শাসক দলে এসেও বিরোধী দলে থাকার সময়ে পাল্টা সভা করার প্রবণতা অব্যাহত।

কলকাতায় আগামী ৩০ নভেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা করার কথা। তারপর দিন, ১ ডিসেম্বর দুপুরে শহিদ মিনার ময়দানে পাল্টা সভা করবে তৃণমূল এবং অমিতের মোকাবিলায় এ বারও ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের ছাত্র-যুব নেতাদের এগিয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

দু’মাস আগে মধ্য কলকাতায় লেবুতলায় অমিতের সভার পরে পাল্টা সভা করেছিল তৃণমূল। সেই সভাতে অমিত মোকাবিলায় অভিষেকই ছিলেন দলের মুখ। তবে তৃণমূলের সেই সভাতেও মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী যেমন ছিলেন, এ বার শহিদ মিনারের সমাবেশেও তাঁরা থাকবেন। এ ভাবেই নবীন-প্রবীণে মিলে তাঁরা বিজেপিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা

করতে চান বলে তৃণমূলের এক শীর্ষ নেতা জানান।

পুরভোটে বিজেপিই তাঁদের প্রধান প্রতিপক্ষ বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন। বিজেপি-কে তাঁরা এক ইঞ্চি জমি ছাড়বেন না বলে শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় ঘোষণা করেছেন দলের জেলা সভাপতি ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ দিন দলের জনপ্রতিনিধিদের নিয়ে সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে জ্যোতিপ্রিয়বাবু বলেন, “বিজেপি যেখানে সভা বা মিছিল করবে, সেখানেই তৃণমূল পাল্টা সভা-মিছিল করবে।” শহিদ মিনারের সমাবেশের কার্যত একটা মহড়া আজ, রবিবার বেহালা চৌরাস্তাতেই হবে। দলের মহাসচিব পার্থবাবু এ দিন জানিয়েছেন, বিজেপি-র কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধেই এই সভা হবে। সভায় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক তো থাকবেনই, তাঁর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অশোক রুদ্র, সদ্য দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া শঙ্কুদেব পণ্ডাও থাকবেন।

দু’মাস আগে লেবুতলায় বিজেপি-র পাল্টা সভা করার সময়ে অভিষেককে এগিয়ে দেওয়ার প্রসঙ্গে তৃণমূলের নেতাদের একাংশের ব্যাখ্যা ছিল, অমিতের মোকাবিলায় অভিষেকই যথেষ্টএই বার্তা বিজেপিকে দিতে চেয়েছিলেন মমতা। এ বার অবশ্য আরও একটি ব্যাখ্যা দিয়েছেন তৃণমূলের এক প্রবীণ নেতা। তাঁর কথায়, “নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকে পড়া তরুণ-যুবদের আকর্ষণ করতেই অভিষেকদের এগিয়ে দেওয়া হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

amit abhishek meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE