Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আধার কার্ড বন্দিদেরও, রাজ্যে কাজ শুরু শীঘ্রই

দীর্ঘদিন ধরে জেলখাটা বন্দিদের মুক্তির পরে পরিচয়পত্র নিয়ে সমস্যায় পড়তে হয়। এর মোকাবিলায় এ বার রাজ্যের সব বন্দির জন্য আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হয়েছে কারা দফতর। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা ১৫ দিন রাজ্যের জেলগুলিতে বন্দিদের আধার কার্ড তৈরির কাজ চলবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৪ ০২:৩৯
Share: Save:

দীর্ঘদিন ধরে জেলখাটা বন্দিদের মুক্তির পরে পরিচয়পত্র নিয়ে সমস্যায় পড়তে হয়। এর মোকাবিলায় এ বার রাজ্যের সব বন্দির জন্য আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হয়েছে কারা দফতর। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা ১৫ দিন রাজ্যের জেলগুলিতে বন্দিদের আধার কার্ড তৈরির কাজ চলবে।

আধার কার্ডের কাজ ফের চালু করার আর্জি নিয়ে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইএআই-এর চেয়ারম্যান নন্দন নিলেকানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ওই আলোচনার ভিত্তিতেই সারা দেশে দ্রুত আধার কার্ড প্রকল্প বাস্তবায়িত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সব রাজ্যের বন্দিদের জন্যও আধার কার্ড তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

পশ্চিমবঙ্গ কারা দফতরের এডিজি অধীর শর্মা জানান, ইউআইএআই-এর পূর্বাঞ্চলীয় শাখার সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। ঠিক হয়েছে, ইউআইএআই-এর পাঁচটি দল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যের সব বন্দির জন্যই আধার কার্ড তৈরির কাজ করবে। তবে বিদেশি বন্দির আধার কার্ড হবে না। অধীর শর্মা বলেন, “আধার কার্ড তৈরির নির্ঘণ্ট জানিয়ে ইতিমধ্যে সব জেলেই নির্দেশ পাঠানো হয়েছে।”

কেন বন্দিদেরও আধার কার্ড দেওয়া হচ্ছে, তা ব্যাখ্যা করে কারা দফতরের এক কর্তা জেলে থাকাকালীন অনেকেরই ভোটার কার্ড তৈরি হয়নি। অথচ এখন প্রায় সব কাজেই সচিত্র পরিচয়পত্র দরকার। মুক্তির পরেও তার দরকার হবে। “তাই আমরা বন্দিদের আধার কার্ড তৈরিতে উৎসাহ দিচ্ছি,” বললেন ওই কারাকর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE