Advertisement
E-Paper

কারও হাতে ফুল, কেউ মজলেন ভোজে

কেউ ভোরবেলা মন্দিরে গিয়ে মায়ের পুজো দিলেন। কেউ শরবত বিলি করলেন জলসত্র থেকে। কেউ দিলেন গোলাপ, কেউ পদ্ম, কেউ গাইলেন, কেউ তবলা বাজালেন। কেউ ডায়েট ভুলে কব্জি ডোবালেন পাঁঠার মাংস-ভাতে। প্রার্থীদের বর্ষশুরুতে ভোট যেমন থাকল, পরবও থাকল। ঘড়ির কাঁটায় তখন সওয়া ৫টা। রুপোলি গাড়িতে মেদিনীপুরের বটতলাচক কালীমন্দিরে পৌঁছলেন তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৪:০৮
গোলাপ আর শুভেচ্ছা-বার্তায় প্রচার সারলেন সিপিএম প্রার্থী শান্তনু ঝা। কৃষ্ণনগরে। ছবি: সুদীপ ভট্টাচার্য।

গোলাপ আর শুভেচ্ছা-বার্তায় প্রচার সারলেন সিপিএম প্রার্থী শান্তনু ঝা। কৃষ্ণনগরে। ছবি: সুদীপ ভট্টাচার্য।

কেউ ভোরবেলা মন্দিরে গিয়ে মায়ের পুজো দিলেন। কেউ শরবত বিলি করলেন জলসত্র থেকে। কেউ দিলেন গোলাপ, কেউ পদ্ম, কেউ গাইলেন, কেউ তবলা বাজালেন। কেউ ডায়েট ভুলে কব্জি ডোবালেন পাঁঠার মাংস-ভাতে।

প্রার্থীদের বর্ষশুরুতে ভোট যেমন থাকল, পরবও থাকল।

ঘড়ির কাঁটায় তখন সওয়া ৫টা। রুপোলি গাড়িতে মেদিনীপুরের বটতলাচক কালীমন্দিরে পৌঁছলেন তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়। পরনে সুতির শাড়ি। হাতে ডালায় লাল পাড় হলুদ শাড়ি, জবার মালা, আলতা, সিঁদুর, ধূপ। সক্কাল-সক্কাল এত ভক্তি শুধু কি তাঁর? দক্ষিণেশ্বরে পুজো দিতে যান সোমেন মিত্র। গঙ্গাস্নান সেরে আমহার্স্ট স্ট্রিটে ফিরে নিজের মাকে প্রণাম। আলিপুরদুয়ারে তৃণমূলের দশরথ তিরকে পুজো দেন মথুরা চা বাগানের শিবমন্দিরে। দার্জিলিংয়ের কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক যান রংটংয়ের মন্দিরে। ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী সম্রাট তপাদার ছোটেন অন্নপূর্ণা মন্দিরে। পুরুলিয়ার তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর বাড়িতে দলীয় প্রতীকের পুজো সারেন উত্তরপ্রদেশ থেকে আগত পুরোহিত। আর, বসিরহাটে ফুটবলার দীপেন্দু বিশ্বাসের ক্লাবের বারপুজোয় হাজিরা দিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

শুধু কি পুজো? বর্ধমান শহরে সর্বমঙ্গলা মন্দিরের সামনে দাঁড়িয়ে পদ্মফুল বিলি করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। আবার প্রাতর্ভ্রমণকারীদের হাতে পদ্ম তুলে দিয়েছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহ। কংগ্রেস, তৃণমূলের হাতে অবশ্য গোলাপ। শুভেন্দু অধিকারীর হয়ে তমলুক কেন্দ্র চষে বেড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের জনা ষাটেক তরুণ-তরুণী। তাঁরা ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন ১০ হাজার গোলাপ, কার্ড এবং ক্যালেন্ডার। তমলুকের কংগ্রেস প্রার্থী আনোয়ার আলিও প্রচারে বেরিয়ে গোলাপ তুলে দেন ভোটারদের হাতে। কৃষ্ণনগর বাজারে গোলাপ আর কার্ড বিলি করেন কংগ্রেসেরই রাজিয়া আহমেদ। এলাকায় কার্ড বিলি করেছেন উত্তর কলকাতার সিপিএম প্রার্থী রূপা বাগচি বা দক্ষিণ কলকাতার নন্দিনী মুখোপাধ্যায়ও।


পদ্ম দিয়ে প্রচার বিজেপি প্রার্থী রাহুল সিংহের। টালা পার্কে। ছবি: স্বাতী চক্রবর্তী।


বাঁধাঘাটে গঙ্গা প্রণাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। ছবি: দীপঙ্কর মজুমদার।

লক্ষ্মী-গণেশের পুজো দিয়ে প্রসাদ বিলি করেছেন দক্ষিণ কলকাতার কংগ্রেস প্রার্থী মালা রায়। বিধাননগরে সমর্থকদের বাড়ি পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী পি সি সরকারের। গিয়ে দেখেন, অঞ্জলি দেবেন বলে তাঁর জন্য পদ্ম সাজিয়ে রাখা। পুরুলিয়া শহরে একটি জলসত্র ট্রে নিয়ে পথচারীদের হাতে শরবত তুলে দেন পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো।

বাদ যায়নি গান-বাজনাও। জলপাইগুড়িতে নিজেই ঢাক বাজান তৃণমূলের বিজয়চন্দ্র বর্মন। তার পাল্টা? দোতারা বাজিয়ে ভোটারদের গান শোনান কংগ্রেসের সুখবিলাস বর্মা। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ী গানে মাতালেন রিষড়ার রোড-শো। হুগলির সিপিএম প্রার্থী প্রদীপ সাহা তো পুরো ব্যান্ডপার্টি নিয়েই বেরিয়েছিলেন। বসিরহাটের তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলির মিছিলেও ছিল ব্যান্ডের তালে নাচ। বহরমপুর শহরে প্রভাতফেরিতে বেরিয়েও গোড়ায় গলা ছাড়ছিলেন না ইন্দ্রনীল সেন। পরে অবশ্য লোকজনের অনুরোধে গুনগুনিয়ে ওঠেন, ‘বাংলার মাটি, বাংলার জল..’।

দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথাগত রায় রোজকার মতোই শর্টস, টি শার্ট, স্নিকার্সে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন লেকে। তবে রাজনীতি থেকে ছুটি। প্রচারে বেরোননি বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদারও। সকালে দুঃস্থ ছেলেমেয়েদের হাতে পাঠ্যসামগ্রী তুলে দেন। ব্যস। বহু দিন পরে বাড়ির লোকের সঙ্গে সারলেন দুপুরের খাওয়া। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় গত এক মাস ধরে প্রচারের ফাঁকে দুপুরে শুধু ফলই খাচ্ছেন। কিন্তু এ দিন পাঁঠার মাংস-ভাতে ভূরিভোজ সেরেছেন। ফলাহার থেকে ছুটি নিয়ে এক সমর্থকের বাড়িতে সস্ত্রীক দুপুরের ভোজ সেরেছেন হাওড়ার বিজেপি প্রার্থী জর্জ বেকারও। বাপ্পি আবার ঠিক করেই রেখেছিলেন, দিনভর প্রচারের পরে রাতের খাওয়াটা বাড়ির লোকের সঙ্গেই খাবেন।


পুজো দিতে যাচ্ছেন মালা রায়। ছবি: সুমন বল্লভ।

shantanu jha mala roy rahul singh prasun bandyopadhyay loksabha election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy