Advertisement
০৫ মে ২০২৪

পাইপের গ্যাস বাংলায়, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

কলকাতা-সহ সারা রাজ্যে এলপিজি বা রান্নার গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে আশ্বস্ত করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার জানান, পশ্চিম ভারত বা বিদেশ থেকে এই তল্লাটে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস আনার জন্য প্রকল্প হাতে নিচ্ছে তাঁর মন্ত্রক।

নবান্নে ধর্মেন্দ্র প্রধান। —নিজস্ব চিত্র

নবান্নে ধর্মেন্দ্র প্রধান। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:৫৪
Share: Save:

কলকাতা-সহ সারা রাজ্যে এলপিজি বা রান্নার গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে আশ্বস্ত করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার জানান, পশ্চিম ভারত বা বিদেশ থেকে এই তল্লাটে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস আনার জন্য প্রকল্প হাতে নিচ্ছে তাঁর মন্ত্রক।

এ দিন নবান্নে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের জন্য আরও বেশি জ্বালানি সরবরাহের দাবি জানান মমতা। নরেন্দ্র মোদীর সরকার যে অত্যন্ত গুরুত্ব দিয়েই বাংলার এই দাবি বিবেচনা করবে, তা জানিয়ে দেন ধর্মেন্দ্র। মমতার সঙ্গে দেখা করে বেরোনোর সময় ধর্মেন্দ্র বলেন, “এটা সৌজন্য সাক্ষাৎকার। এ রাজ্যের অর্থনীতি এবং উন্নয়নের নানা প্রসঙ্গ নিয়ে আমাদের কথা হয়েছে।”

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী পরে জানান, প্রধানমন্ত্রী পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক ভিত্তি মজবুত করার উপরে জোর দিয়েছেন। আর পূর্ব ভারতের উন্নতি করতে হলে বাংলাকে বাদ দিয়ে কিছু হবে না। কলকাতা-সহ সারা রাজ্যে এলপিজি-র চাহিদা ও সরবরাহ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। দিল্লি কলকাতাকে কেন্দ্র করে উত্তর-পূর্ব ভারতে জ্বালানি পৌঁছে দিতে বদ্ধপরিকর। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর, পূর্ব ও উত্তর ভারতে এলপিজি-র চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক অনেকটাই। তৈল শোধনাগারে তৈরির পাশাপাশি আইওসি-পেট্রনাস বিদেশ থেকে হলদিয়ায় এলপিজি নিয়ে আসে। তার পরে তা রেলের রেক বা ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন বটলিং প্ল্যান্টে চলে যায়। কিন্তু পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে জ্বালানির যা চাহিদা, তা এখান থেকে পূরণ করা যায় না। ভারত পেট্রোলিয়ামও হলদিয়া বন্দর দিয়ে বছরে প্রায় ১০ লক্ষ টন এলপিজি আনানোর পরিকল্পনা করেছে। আইওসি সূত্রের খবর, কেন্দ্র এখন সারা দেশে এলপিজি-গ্রিড নির্মাণ করতে চায়। বিদ্যুতের যেমন জাতীয় গ্রিড রয়েছে, সে-ভাবেই এলপিজি সরবরাহের জন্য পাইপলাইন পেতে জাতীয় গ্রিড তৈরি করতে চাইছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই প্রকল্প থেকেও কলকাতা উপকৃত হবে বলে আশ্বাস মিলেছে।

শুধু জ্বালানি নয়, ধর্মেন্দ্রের সঙ্গে অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের ঋণের বোঝার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচুর তথ্য দিয়েছেন মমতা। ইউপিএ সরকারের কাছে বারবার দরবার করেও রাজ্যের দাবি আদায়ে তিনি কী ভাবে ব্যর্থ হয়েছেন, বিস্তারিত ভাবে তা-ও জানান মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, রাজ্যের উন্নয়নের স্বার্থে দিল্লির তরফে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE