Advertisement
E-Paper

বাড়িতে তল্লাশি নিয়ে কোর্টে যাবে আসিফের পরিবার

জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে আদালতের দ্বারস্থ হতে চলেছে তাঁর পরিবার। রবিবার আসিফের আইনজীবী জানান, আসিফের পরে এ বার তাঁর স্ত্রীর বিরুদ্ধেও পুলিশ মিথ্যা মামলা দায়ের করেছে। এর বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। শনিবার আসিফকে নিয়ে তাঁর তালবাগান রোয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০২:৫৪
সাংবাদিক বৈঠকে আসিফের স্ত্রী তবসসুম। ছবি: সুদীপ্ত ভৌমিক

সাংবাদিক বৈঠকে আসিফের স্ত্রী তবসসুম। ছবি: সুদীপ্ত ভৌমিক

জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের বাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে আদালতের দ্বারস্থ হতে চলেছে তাঁর পরিবার। রবিবার আসিফের আইনজীবী জানান, আসিফের পরে এ বার তাঁর স্ত্রীর বিরুদ্ধেও পুলিশ মিথ্যা মামলা দায়ের করেছে। এর বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।

শনিবার আসিফকে নিয়ে তাঁর তালবাগান রোয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তা নিয়ে সে দিন রাতেই বেনিয়াপুকুর থানায় পুলিশের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢুকে মূল্যবান কাগজ নিয়ে যাওয়া, সাদা কাগজে সই করিয়ে নেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ জানান আসিফের স্ত্রী তবস্সুম। পাল্টা আসিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে তল্লাশির কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিধাননগর পুলিশ। বেনিয়াপুকুর থানা বিধাননগর কমিশনারেট-এর তদন্তকারী অফিসারদের অভিযোগের ভিত্তিতে একটি জামিন অযোগ্য (ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা) মামলা করেছে।

সম্প্রতি নিউটাউনে জমি সংক্রান্ত একটি প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন ওই তৃণমূল নেতাকে। অভিযোগ ছিল, জমি পাইয়ে দেওয়ার নাম করে রাজারাম শরাফ ও তাঁর ছেলে নিকেতের কাছ থেকে আসিফ ছ’দফায় আট কোটি টাকা নিয়েছিলেন। আসিফ অবশ্য অভিযোগ করেন, সারদাকাণ্ডে তিনি মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআইকে তথ্য দেওয়ার প্রতিশোধ নিতেই তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে তাঁর পরিবারকেও।

আসিফের পরিবারের অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশির নামে শনিবার রাতে পুলিশ বাড়ি ঢুকে অত্যাচার চালিয়েছে। বিধাননগর থানার পুলিশ পরিচয়ে দশ জন ব্যক্তি বাড়িতে ঢুকে পড়েন। সঙ্গে আসিফ। ঘরের ভিতরে জিনিসপত্র ওলোট-পালট করতে থাকে। কিছু কাগজও চায়। এর পর একটি সাদা কাগজের নিচে সই করার জন্য চাপ দিতে থাকে পুলিশ। রাজি না হওয়ায় তাঁকে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আসিফের স্ত্রীর।

তবস্সুমের অভিযোগ, পুলিশের দেওয়া তালিকায় একটি বিদ্যুতের বিল এবং একটি বাড়ির ট্যাক্সের বিল নেওয়া হয়েছে বলে লেখা ছিল। কী কী কাগজ পুলিশ নিয়েছে তা দেখানো হয়নি। এমনকী, তাঁকে দেওয়া সিজার লিস্টে পুলিশের কোনও স্ট্যাম্প ছিল না।

রবিবার আসিফের আইনজীবী লোকেশ শর্মা বলেন, “শাসক দলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলার পরেই মিথ্যা মামলায় আসিফকে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। আরও এক ধাপ এগিয়ে আসিফের স্ত্রী বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। আমরা পুলিশের মিথ্যা মামলা বিষয়ে আদালতে দ্বারস্থ হব।”

এ ব্যাপারে কী বলছেন বিধাননগর পুলিশ? গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই এ দিন অসিফের স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে বলেন, “পুলিশ আইন মেনেই কাজ করেছে। পুলিশ হেফাজতে থাকা কোনও অভিযুক্তের বাড়িতে তল্লাশিতে ‘সার্চ-ওয়ারেন্ট’-এর প্রয়োজন আছে বলে তাঁদের জানা নেই।” আইনজীবী অরুণাভ ঘোষও জানাচ্ছেন, হেফাজতে থাকা অভিযুক্তের বাড়িতে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্টের প্রয়োজন নেই। তবে একমাত্র চরম কোনও পরিস্থিতিতেই মহিলা রয়েছেন এমন বাড়িতে রাতে তল্লাশি চালানো যেতে পারে। এ ক্ষেত্রে তেমন জরুরি প্রয়োজন আদৌ ছিল কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, আসিফের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের বিচার ফৌজদারি নয় দেওয়ানি আদালতে হওয়া উচিত।

তদন্তকারীদের একাংশের অভিযোগ, বাড়ির সামনে পৌঁছে আসিফ স্থানীয় বাসিন্দাদের উস্কানি দিতে থাকেন পুলিশকে মারধর করতে। সেখানে তবস্সুমও ছিলেন। পুলিশের এই অভিযোগ অস্বীকার করে তবস্সুম জানান, তাঁরা তখন বাড়ির ভিতরেই ছিলেন। আসিফের আসার কথা তাঁরা জানতেন না। পুলিশকর্মীরাই দরজা ধাক্কা দিয়ে খুলেছে।

তবে পুলিশের বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ নতুন নয়। সম্প্রতি ভাইফোঁটার দিন দলীয় গোষ্ঠী কোন্দলে ভাঙড়ে দুই তৃণমূলকর্মী খুন হয়েছিলেন। সে ক্ষেত্রেও কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ জানাতে গেলে মৃতের পরিজনদের সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

আসিফের পরিবারের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তদন্তকারীদের একাংশ। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, রাজারাম শরাফই প্রথম নন, এর আগে ওয়াইদুর হাসান সিদ্দিকী নামে উত্তরপ্রদেশের এক তৃণমূল নেতাও প্রতারণার অভিযোগ এনেছিলেন আসিফের বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাই উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হবে আসিফকে। ওয়াইদুর হাসানের মুখোমুখি বসিয়ে আসিফকে জেরা করা হতে পারে বলে তদন্তকারীদের একাংশ জানান। পাশাপাশি, উত্তরপ্রদেশে আসিফের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও খোঁজ করবে পুলিশ।

saradha scam sudipto sen asif khan tabassum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy