Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মাইকের অধিকার চায় বিরোধীরা

সিবিএসই পরীক্ষা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গের নিজস্ব আইন অনুযায়ী পরীক্ষা পর্বে মাইক বাজানো যায় না। তাই লোকসভা ভোটের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ রাজ্যে মাইক বাজিয়ে কোনও রকম প্রচার সম্ভব নয়। এতে তাঁরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অসীম সরকার শনিবার চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তের কাছে নালিশ জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৪ ০৩:৩৮
Share: Save:

সিবিএসই পরীক্ষা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গের নিজস্ব আইন অনুযায়ী পরীক্ষা পর্বে মাইক বাজানো যায় না। তাই লোকসভা ভোটের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ রাজ্যে মাইক বাজিয়ে কোনও রকম প্রচার সম্ভব নয়। এতে তাঁরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অসীম সরকার শনিবার চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তের কাছে নালিশ জানিয়েছেন। মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গে দেখা করে এ দিন একই কথা জানিয়েছেন সিপিএমের প্রতিনিধিরাও।

রাজ্যে প্রথম দফার ভোট ১৭ এপ্রিল, দ্বিতীয় দফা ২৪শে। এ দিকে সিবিএসসি পরীক্ষা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের ৮৪ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। ফলে ওই দুই দফায় মাইক বাজিয়ে প্রচারের কোনও সুযোগই পাবে না রাজনৈতিক দলগুলি। অসীমবাবুর বক্তব্য, মাইক বাজানোর আইনটি একান্তই রাজ্যের নিজস্ব বিষয়। দেশের অন্য রাজ্যে এ ধরণের আইন না-থাকায় সেখানকার প্রার্থীদের প্রচার-সমস্যায় পড়তে হচ্ছে না। এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের মুখপাত্র অমিত চৌধুরী জানান, বিজেপির চিঠি তাঁরা পেয়েছেন। রাজ্যের আইন-আদালতের নির্দেশ পর্যালোচনা করে দু-এক দিনের মধ্যেই জেলাশাসকদের কাছে নির্দেশ পৌঁছে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE