Advertisement
E-Paper

রেলের শৌচাগার থেকে উধাও বন্দি

নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে ফের বন্দি চম্পট দিল। তবে এ বার জেলের পাঁচিল টপকে নয়, রেলের শৌচাগার থেকে পালাল বিচারাধীন ওই বন্দি। রবিবার ভোরে ঘটনাটি ঘেটেছে হাওড়া থেকে মুম্বইগামী মুম্বই মেলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ০৩:১৯

নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে ফের বন্দি চম্পট দিল। তবে এ বার জেলের পাঁচিল টপকে নয়, রেলের শৌচাগার থেকে পালাল বিচারাধীন ওই বন্দি। রবিবার ভোরে ঘটনাটি ঘেটেছে হাওড়া থেকে মুম্বইগামী মুম্বই মেলে।

জেল সূত্রে খবর, ২০১২ সালে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে ঢুকে পড়া শেখ আব্দুল নঈম পুলিশের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের পরে জানা যায়, নঈম আদতে পাকিস্তানের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনই একটি মামলায় নঈমের মুম্বইয়ের এক আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। সে জন্যই শনিবার রাতে মুম্বই মেলে তাকে নিয়ে ব্যারাকপুর কমিশনারেটের পাঁচ জনের একটি বিশেষ দল মুম্বই রওনা হয়। দলে চার জন কনস্টেবল ও এক জন সাব-ইনস্পেক্টর ছিলেন।

পুলিশ সূত্রের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ছত্তীসগঢ়ের রায়গড় এবং কারসারির মাঝে নঈম শৌচাগারে যায়। সেখান থেকেই উধাও হয়ে যায় সে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি-এসবি অজয় ঠাকুর বলেন, “পুলিশ পাহারায় কী করে ওই বন্দি পালাল, সেটা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা ফিরে আসার পরেই স্পষ্ট হবে। তবে নঈমের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা জানিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। সেখানকার রেল পুলিশের কাছে বন্দি পালানোর অভিযোগও দায়ের করেছে পুলিশ। পাশাপাশি, নঈমের খোঁজে একটি বিশেষ দল ছত্তীসগঢ় পাঠানো হচ্ছে বলে ব্যারাকপুর কমিশনারেট সূত্রের খবর।

abdul naeem mumbai mail prisoner fled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy