মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার কলেজ। তবু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সেই শ্যামাপ্রসাদ কলেজের। কয়েক দিন আগেই কলেজ চালানোর পদ্ধতির বিরুদ্ধে মুখ খুলে পরিচালন সমিতির সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন মমতার দলেরই নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত করতে মঙ্গলবার কলেজে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী দল!
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ওই কলেজের পরিচালন সমিতি থেকেই অভিযোগ এসেছিল যে, স্থায়ী অধ্যক্ষ নিয়োগ নিয়ে কর্তৃপক্ষের অন্দরেই বিরোধ রয়েছে। কলেজ সার্ভিস কমিশন ২০১২ সালে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে ওই কলেজের স্থায়ী অধ্যক্ষ-পদে নিয়োগ করতে চেয়েছিল। সেই নিয়োগ রুখতে কলেজ-কর্তৃপক্ষেরই একাংশ পড়ুয়াদের দিয়ে আদালতে মামলা করিয়েছিলেন বলে অভিযোগ। সেই সঙ্গেই অভিযোগ উঠছে, কলেজের কাজকর্ম ঠিকমতো হয় না। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, ‘‘এ দিন কিছু নথি চাওয়া হয়েছে। তা পেলে বোঝা যাবে, সমস্যাটা কোথায়।’’
কলেজের বক্তব্য জানার জন্য এ দিন ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ তন্ময় বিশ্বাসকে ফোন করা হয়েছিল। কিন্তু তাঁর সাড়া পাওয়া যায়নি। এমনকী এসএমএস করেও কোনও উত্তর মেলেনি।