Advertisement
২৬ মার্চ ২০২৩

উৎসবেও অন্ধকারে বিধ্বস্ত গাজা

বন্দুকের আওয়াজে মুখ ফিরিয়ে নিয়েছে উৎসব। রমজান মাসের শেষ দিনেও অন্ধকারে ডুবে গাজা। রকেট হানায় ভেঙে পড়া বাড়ি-ঘর, দোকান-পাটের ধ্বংসস্তূপ দেখে বোঝাই যায় না, এখানে দিন কুড়ি আগেও মানুষের বাস ছিল। রাস্তায় এখনও ছড়িয়ে রয়েছে ছিন্নভিন্ন মৃতদেহ। কালকের দিনটা নেহাত উৎসবের দিন নয়, গাজার ঘরছাড়াদের কাছে ঈদ মানে অবশেষে একটা শান্তির দিন। প্রার্থনা করার দিন, যাতে অস্ত্রের ঘায়ে একজন শিশুরও প্রাণ না যায়!

হাতের আদরে। আপাতত থেমেছে লড়াই। সোমবার গাজার রাস্তায় ঈদের আলিঙ্গন খুদে বন্ধুদের। ছবি: এপি

হাতের আদরে। আপাতত থেমেছে লড়াই। সোমবার গাজার রাস্তায় ঈদের আলিঙ্গন খুদে বন্ধুদের। ছবি: এপি

সংবাদ সংস্থা
গাজ়া শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ০৩:০৫
Share: Save:

বন্দুকের আওয়াজে মুখ ফিরিয়ে নিয়েছে উৎসব। রমজান মাসের শেষ দিনেও অন্ধকারে ডুবে গাজা। রকেট হানায় ভেঙে পড়া বাড়ি-ঘর, দোকান-পাটের ধ্বংসস্তূপ দেখে বোঝাই যায় না, এখানে দিন কুড়ি আগেও মানুষের বাস ছিল। রাস্তায় এখনও ছড়িয়ে রয়েছে ছিন্নভিন্ন মৃতদেহ। কালকের দিনটা নেহাত উৎসবের দিন নয়, গাজার ঘরছাড়াদের কাছে ঈদ মানে অবশেষে একটা শান্তির দিন। প্রার্থনা করার দিন, যাতে অস্ত্রের ঘায়ে একজন শিশুরও প্রাণ না যায়!

Advertisement

যুদ্ধ-বিধ্বস্ত গাজা জীবনীশক্তি হারালেও আশার আলো দেখিয়েছে দিন দু’য়েকের শামা। ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু হয় আসন্ন প্রসবা মায়ের। তবে চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বেঁচে গিয়েছে শামা। মায়ের নামেই নামকরণ হয়েছে এই ‘মিরাক্ল’ শিশুকন্যার। জন্মের আগেই যে মেয়ে রকেটকে হার মানিয়েছে, তাকে বাঁচানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা।

আজ সকালে গাজায় তিনটি রকেট হামলা চালায় ইজরায়েল। সেনার ব্যাখ্যা, বিরতি ভঙ্গ নয়, তারা হামাসের আক্রমণের প্রত্যুত্তর দিয়েছে শুধু। যদিও অস্ত্রকে উপেক্ষা করেই আজ দুপুরের পর থেকে ঈদ উদ্যাপনে রাস্তায় নেমেছেন গাজার বহু মানুষ।

উৎসব উপলক্ষে গত কাল হামাসের সংঘর্ষ বিরতির আবেদনের পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি গাজায় দীর্ঘস্থায়ী সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর। তবে হামাসের শান্তির আবেদনে সংশয় প্রকাশ করে ‘ইজরায়েলি ডিফেন্স ফোর্স’-এর (আইডিএফ) এক মুখপাত্র আজ বলেন, “আমরা বিরতিতে রাজি। কিন্তু প্যালেস্তাইনের দিক থেকে হামলা হলে, আমরা বিরতি লঙ্ঘন করতে বাধ্য হব।” প্রসঙ্গত, গাজার আপৎকালীন দফতর সূত্রে জানানো হয়েছে, ইজরায়েলি সেনার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪০। নিহত হয়েছেন ৪৮ জন ইজরায়েলি সেনাও।

Advertisement

গত কাল রাতেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ গাজায় শান্তি ফেরানোর আর্জি জানিয়েছে। ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘস্থায়ী রফা সূত্র বের করতে আজও শান্তি আলোচনায় বসার কথা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের। রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত গাজার এক স্কুলে ইজরায়েলি সেনার হামলায় ১৬ জনের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মুন। আজ সেই ঘটনার দায় নিতে অস্বীকার করে আইডিএফ মুখপাত্র পিটার লার্নার বলেন, “আইডিএফ-এর সঙ্গে হামাসের লড়াই হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের স্কুল আক্রমণের উদ্দেশ্য আইডিএফের ছিল না।” গাজার ঘরছাড়াদের জন্য ৫০ লক্ষ অস্ট্রেলীয় ডলার দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী জুলি বিশপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.