Advertisement
২৬ এপ্রিল ২০২৪
singapore

Singapore: স্নায়ুর বিরল রোগে আক্রান্ত শিশু, ১৬ কোটি টাকা সাহায্য করে চিকিৎসা করাল জনগণ

ভারতীয় বংশোদ্ভূত এক দু’বছর বয়সি বাচ্চার চিকিৎসা খরচ বাবদ প্রায় ৩০ লাখ সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা) অর্থ সাহায্য করল সিঙ্গাপুরবাসী।

ছোট্ট দেবদান একটি বিরল স্নায়বিক রোগে আক্রান্ত ছিল।

ছোট্ট দেবদান একটি বিরল স্নায়বিক রোগে আক্রান্ত ছিল। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
সিঙ্গাপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১১:১০
Share: Save:

ভারতীয় বংশোদ্ভূত এক দু’বছর বয়সি বাচ্চার চিকিৎসা খরচ বাবদ প্রায় ৩০ লাখ সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা) অর্থ সাহায্য করল সিঙ্গাপুরবাসী। দেবদান দেবরাজ ভারতীয় বংশোদ্ভূত ডেভ দেবরাজ এবং তাঁর চিনা বংশোদ্ভূত স্ত্রী শু ওয়েন দেবরাজের একমাত্র সন্তান। ডেভ এক জন সরকারি কর্মচারী এবং শু এক জন ইন্টেরিয়র ডিজাইনার। ছোট্ট দেবদান একটি বিরল স্নায়বিক রোগে আক্রান্ত ছিল।

দেবদানের যখন এক মাস বয়স ছিল তখন তার মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফি ধরা পড়ে। এই রোগ বয়স বাড়ার সঙ্গে শরীরের পেশি দুর্বল করে দেয়। এই স্নায়বিক রোগের ফলে সে জন্মের পর থেকে ভাল করে হাঁটতে পারত না। চিকিত্সার পরে সে আবার হাঁটতে সক্ষম হয়েছে।

‘রে অফ হোপ’ নামক দাতব্য সংস্থা দেবদানের হয়ে এই টাকা জোগাড়ের কাজে নেমেছিল। গত বছরের অগস্টে। মাত্র ১০ দিনে প্রায় ৩০ হাজার মানুষ দেবদানের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করে মোট ২৮.৭ লক্ষ সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুদ্রায় ১৫.৮৪ কোটি টাকা) ওই সংস্থার হাতে তুলে দেয়।

এই স‌ংস্থার জেনারেল ম্যানেজার ট্যান এন বলেন, তাঁদের সংস্থার মাধ্যমে এক জনের চিকিৎসার জন্য এর আগে কখনও এত টাকা ওঠেনি।
দেবদানের চিকিৎসার জন্য ‘জোলগেনসমা’ নামক একটি ওষুধ ব্যবহার করা হয়েছে যা বিশ্বের সবচেয়ে দামি ওষুধগুলির মধ্যে অন্যতম।
এই বিষয়ে দেবদানের মা শু বলেন, ‘‘আমরা সবাইকে তাঁদের অনুদানের জন্য ধন্যবাদ জানাই। আমরা সবসময় তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

singapore Crowdfunding treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE