প্রেমে নাকি কিছুই অদেয় নয়। কবি লিখেছেন, ‘...আরও প্রেমে মোর আমি ডুবে যাক নেমে।’ কিন্তু সেই ডুব জলে নামার পর কী হয়, তা জানেন উজেল মার্টিনেজ।
মেক্সিকোর মানুষ উজেল। রবীন্দ্রনাথের গান হয়ত শোনেননি। তবে প্রেমে তিনি একরকম নিজেকে ডুবিয়েই ফেলেছিলেন। এতটাই যে প্রেমিকার অসুস্থ মাকে নিজের একটি কিডনি দিয়ে দিয়েছিলেন এক কথায়। প্রেমিকা সেই দান নিয়েছেন। আর ঠিক একমাসের মাথায় প্রতিদানও দিয়েছেন। উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিঁড়ে ফেলেছেন তাঁর প্রেমিকা।