Advertisement
২৬ এপ্রিল ২০২৪
child

খেলতে খেলতে মাথা ঢুকিয়ে দিল কেকের পাত্রে, নিজেকে যোদ্ধা ভেবে ঘুরে বেড়াল শিশু

কেক তৈরির পাত্র নিয়ে খেলা করতে গিয়ে তাতে মাথা ঢুকিয়ে দিল ২ বছরের কুইনলি। সেই পাত্র তার গলার মাফলার হয়ে আটকে থাকল।

image of child got stuck her head in cake pan

কুইনলির মা এরিন মেইক্সেল দেখেন, মেয়ে খেলতে খেলতে কেক তৈরির পাত্র গলায় ঢুকিয়ে ফেলেছে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
পেনসিলভেনিয়া শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০
Share: Save:

খেলার জিনিস তার হাজারো রয়েছে। তবু গেরস্থালির জিনিস নিয়ে অদ্ভুত খেলাতেই তার ঝোঁক। আর তা করতে গিয়ে দু’বছরের শিশু যা করল, বাবা-মায়ের কপালে হাত। বিপাকে পুলিশ। হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কেক তৈরির পাত্র নিয়ে খেলা করতে গিয়ে তাতে মাথা ঢুকিয়ে দিল ২ বছরের কুইনলি। সেই পাত্র তার গলার মাফলার হয়ে আটকে থাকল। আমেরিকার পেনসিলভেনিয়ার ঘটনা।

কুইনলির মা এরিন মেইক্সেল দেখেন, মেয়ে খেলতে খেলতে কেক তৈরির পাত্র গলায় ঢুকিয়ে ফেলেছে। সাহায্য চেয়ে তিনি ফোন করেন ৯১১-তে। দমকল কর্মীরা শুনে ছুটে আসেন তাঁর বাড়িতে। তাঁদেরও মাথায় হাত। এরিন জানিয়েছেন, ওই দুর্ঘটনার পর কুইনলি নিজেকে যোদ্ধা ভাবছিল। আর গলায় আটকানো পাত্রটিকে সে ভাবছিল বর্ম। এরিনের কথায়, ‘‘ওই অবস্থায় খুদে কুইনলি যেহেতু খাবার খেতে, জল খেতে পারছিল, তাই তার খুব একটা সমস্যা হয়নি।’’

কিন্তু দমকলকর্মীদের সমস্যা হয়েছিল। তাঁরা শেষ পর্যন্ত ওই পাত্রটিকে কেটে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটির গলায় পাত্র আটকে থাকার ছবি ভাইরাল। দেখে সমাজমাধ্যমে অনেকেই হাসাহাসি করেছেন। অনেকে আবার নিজের শিশুর ছোটবেলার কথা শুনিয়েছেন। একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বহু অভিভাবক। এক মা সমাজমাধ্যমে জানিয়েছে, তাঁর শিশুর পা প্লাস্টিকের চেয়ার আটকে গিয়েছিল। অন্য এক জন লিখেছেন, ‘‘খোঁজ নাও, কুইনলির ঘরে হয়তো হাজার হাজার খেলনা পড়ে রয়েছে। তবু ও এটা নিয়েই খেলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child US stuck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE