Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Iraq

এক সঙ্গে সাত সন্তানের জন্ম দিয়ে নজির মহিলার, বললেন ‘ঈশ্বরের দান’

সাদা চাদর পাতা বিছানায় পর পর পাশাপাশি শুয়ে আছে সাতটি নবজাতক। এবং তারা এক মায়েরই সন্তান। এক সঙ্গে সাত সন্তানের জন্ম দিয়ে নজির সৃষ্টি করেছেন ইরাকের ওই মহিলা।

ছবি: টুইটার

ছবি: টুইটার

সংবাদ সংস্থা
বাগদাদ শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৯
Share: Save:

সাদা চাদর পাতা বিছানায় পর পর পাশাপাশি শুয়ে আছে সাতটি নবজাতক। এবং তারা এক মায়েরই সন্তান। এক সঙ্গে সাত সন্তানের জন্ম দিয়ে নজির সৃষ্টি করেছেন ইরাকের ওই মহিলা।

সংবাদ সূত্রের খবর, ইরাকের দিয়ালি প্রদেশের এক নারী স্থানীয় একটি হাসপাতালে একসঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন। স্বাভাবিক ভাবেই ওই সাতটি শিশু প্রসব করেন ২৫ বছর বয়সী ওই মহিলা। নবজাতকদের মধ্যে ছয়টি সন্তান মেয়ে এবং একটি ছেলে। সাতটি শিশুই সুস্থ আছে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। সুস্থ আছেন মা-ও। তবে ব্যক্তিগত কোনও কারণের জন্য নাম প্রকাশ করা হয়নি ওই মায়ের।

ওই মহিলার স্বামী ইউসুফ ফেদেল স্থানীয় সংবাদ মাধ্যমে জানান যে এই ঘটনা যে ঘটতে পারে তা তাঁদের সুদূর কল্পনাতেও ছিল না। এই প্রাপ্তিকে ঈশ্বরের দান বলেই মনে করছেন তাঁরা। স্থানীয় স্বাস্থ্য দফতরের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে ওই সাতজন শিশুরই মেডিকেল পরীক্ষা করা হয়েছে। শারীরিক ভাবে একদমই সুস্থ আছে তারা। মায়েরও কোনও শারীরিক সমস্যা নেই।

ওই নবজাতকদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। একের পর এক কমেন্ট আসতে থাকে তাদের উদ্দেশ্যে। ওই নবজাতক ও তাদের মায়ের সুস্থ জীবনের জন্য কামনা করেন অনেকে। কেউ কেউ এমনও বলেন যে ঈশ্বরের এমন দানের কোনও তুলনা হয় না।

আরও পড়ুন: চুল ছোট বলে পড়ুয়াকে ক্ষেপাচ্ছিল সহপাঠীরা, পাশে দাঁড়াতে চুল কেটে ফেললেন শিক্ষিকাও

আরও পড়ুন: সন্ত্রাসের প্রশ্নেও পাক-সৌদি বন্ধুত্ব, অস্বস্তিতে ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iraq Child Birth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE