আসিয়ান দেশগুলির মোট ২৭টি সংবাদপত্রে শুক্রবার প্রকাশিত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা নিবন্ধ। ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ১০টি আসিয়ান দেশের রাষ্ট্রপ্রধান আজ ভারতে। সকালে নয়াদিল্লিতে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁরা। আর এই সকালেই ২৭টি সংবাদপত্রের মাধ্যমে তাঁদের দেশের মানুষের কাছে পৌঁছে গেল ভারতের প্রধানমন্ত্রীর বার্তা।
১০টি ভাষার সংবাদপত্রে এ দিন প্রকাশিত হয়েছে নরেন্দ্র মোদীর লেখা। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘...আসিয়ান-ভারত সম্পর্কের ২৫ বছর উদযাপনে আয়োজিত শিখর সম্মেলন উপলক্ষে গতকাল আমি আসিয়ানের নেতাদের আপ্যায়ন করার সুযোগ পেয়েছি। আমাদের এখানে তাঁদের উপস্থিতি হল আসিয়ান দেশগুলির তরফ থেকে এক বেনজির সদিচ্ছার ইঙ্গিত।’’ ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে একসঙ্গে ১০টি দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিকে বেনজির এবং ভারত-আসিয়ান সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বলে উল্লেখ করেছেন মোদী।
ভারত এবং আসিয়ান দেশগুলির মোট ১৯০ কোটি মানুষের জন্য ভারত-আসিয়ান সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়, লিখেছেন মোদী। ভারতীয় বিদেশ মন্ত্রকের ‘লুক ইস্ট’ বা ‘অ্যাক্ট ইস্ট’ নীতির কথা আসিয়ান দেশগুলির মানুষকে মনে করিয়ে দিতে মোদী আরও লিখেছেন, সূর্যোদয় দেখার জন্য চিরকালই ভারতীয়রা পূর্ব দিকে তাকাতে অভ্যস্ত।