Advertisement
E-Paper

হোয়াট্‌সঅ্যাপে ইসলাম-বিরোধী মেসেজ পাঠানোর অপরাধে পাঁচ জনের মৃত্যুদণ্ড পাকিস্তানে

‘ইসলাম অবমাননা’ পাকিস্তানে শাস্তিযোগ্য অপরাধ। এমন ঘটনাও ঘটেছে যে অভিযুক্তকে আদালত পর্যন্ত যেতে দেওয়া হয়নি, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২১:১১
5 sentenced to death for blasphemy by Rawalpindi court of Pakistan

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইসলাম ধর্মবিশ্বাসীদের মনে আঘাত দেওয়ার অপরাধে একসঙ্গে পাঁচ জনের মৃত্যুদণ্ডের সাজা হল পাকিস্তানে। বুধবার রওয়ালপিন্ডি আদালত ‘ধর্ম অবমাননা’ সংক্রান্ত ওই মামলায় পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছে।

সেই সঙ্গেই ওই পাঁচ জনকে মোট ১০০ বছরের জেলের সাজাও দেওয়া হয়েছে। পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানাচ্ছে, ইসলাম ধর্ম-বিরোধী মন্তব্য এবং ছবি হোয়াট্‌সঅ্যাপে শেয়ার করার অপরাধ প্রমাণিত হয়েছে ওই পাঁচ জনের বিরুদ্ধে।

পাক তদন্তকারী সংস্থা এফআইএ (ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি)-র সাইবার অপরাধ শাখার দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের ‘অপরাধী’ ঘোষণা করে আদালত। এর আগে গত জানুয়ারিতে রওয়ালপিন্ডির ওই আদালতই ধর্ম অবমাননার অভিযোগে চার জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল।

পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ধারা ১০৯ (প্ররোচনামূলক কর্মকাণ্ড), ২৯৫এ (ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা), ২৯৫বি (পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা)-সহ বিভিন্ন ধারা এবং সাইবার আইনে ওই পাঁচ অভিযুক্তের সাজা হয়েছে। ‘ইসলাম অবমাননা’ পাকিস্তানে শাস্তিযোগ্য অপরাধ। এমন ঘটনাও ঘটেছে যে অভিযুক্তকে আদালত পর্যন্ত যেতে দেওয়া হয়নি, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে তাঁর। অধিকাংশ ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে ইসলাম অবমাননার মামলা দেওয়া হয় বলে পাক মানবাধিকার সংস্থাগুলির একাংশের অভিযোগ।

Blasphemy Pakistan death sentence Rawalpindi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy