ইন্দোনেশিয়ার পর এবার ফিজি। বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সুভা-সহ ফিজির বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। তবে সুনামি সতর্কতা নেই। এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ফিজির সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, রবিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ভূমিকম্প হয়। রাজধীনী ফিজি-সহ দ্বীপ রাষ্ট্রের বিস্তীর্ণ অংশের মানুষ কম্পন বুঝতে পারেন। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ফিজির স্থানীয় সময় সকাল ১০.৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রাথমিক ভাবে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৬.৬। কেন্দ্রস্থল ফিজির দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৫৯১ কিলোমিটার গভীরে। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।