জুলাইয়ের পর সেপ্টেম্বর। ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। তবে আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, এটি ৭.৪ মাত্রার ভূমিকম্প। কম্পনের পরেই প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি হয়েছে। কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে জাপান। সে দেশে এখনও পর্যন্ত সুনামি-সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম ‘এনএইচকে’।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের ১১১.৭ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানি বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সুনামির আশঙ্কায় কামচাটকা উপদ্বীপের উপকূলভাগ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কামচাটকা বিশ্বের অত্যধিক ভূকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে একটি। ১৯৫২ সালে এখানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। গত ৩০ জুলাই ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার এই উপদ্বীপ। সেই সময়ও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তবে প্রশান্ত মহাসাগরের তীরে ঢেউয়ের উচ্চতা অধিকাংশ জায়গাতেই চার ফুটের বেশি হয়নি। কেবল কামচাটকায় ১৪ থেকে ১৬ ফুট ঢেউ দেখা গিয়েছিল।