Advertisement
E-Paper

আমেরিকার জেলে দাঙ্গা, নিহত সাত

নিরাপত্তার বহরে দেশের অন্যতম সেরা বলেই পরিচিত। সাউথ ক্যারোলাইনার সেই লি সংশোধনাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারাল অন্তত ৭ জন। গুরুতর আহত ১৭ বন্দি।

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০২:২৫

নিরাপত্তার বহরে দেশের অন্যতম সেরা বলেই পরিচিত। সাউথ ক্যারোলাইনার সেই লি সংশোধনাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারাল অন্তত ৭ জন। গুরুতর আহত ১৭ বন্দি।

সম্ভবত রবিবার সকাল থেকেই সংশোধনাগারের তিনটি ইউনিটের বন্দিদের মধ্যে মারামারি শুরু হয়। দফায় দফায় সেই সংঘর্ষ থামাতে পারেননি সংশোধনাগারের নিরাপত্তারক্ষীরা। সন্ধ্যায় জানানো হয়, সংঘর্ষ গুরুতর আকার নিয়েছে। শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তাবহিনী এনে ভোররাতে পরিস্থিতি সামলানো হয়। সংশোধনাগারের সামনে তখন সার বেঁধে দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স। সংশোধনাগারের মুখপাত্র জেফ টেলন অবশ্য জানান, কোনও রক্ষী বা আধিকারিক জখম হননি।

১৯৯৩ সালে মূলত দাগি ও মারকুটে বন্দিদের রাখতে বিশপভিলের এই সংশোধনাগার তৈরি করা হয়। ১৮০০ বন্দি থাকতে পারে সেখানে। বর্তমানে রয়েছে দেড় হাজার বন্দি। ২০১৫ সালে সংশোধনাগারের দু’জন আধিকারিক বন্দিদের ছুরিতে আহত হন। গত ফেব্রুয়ারিতে নিহত হয় এক বন্দি।

আমেরিকার নানা সংশোধনাগারে বন্দিদের সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা বিরল নয়। ১৯৯৩ সালে ওহায়োর সংশোধনাগারে সংঘর্ষে মৃত্যু হয় ৯ জন বন্দি এবং এক আধিকারিকের। আর নিউ ইয়র্কের অ্যাটিকা সংশোধনাগারে সবথেকে বড় বন্দি বিদ্রোহের ঘটনা ঘটেছিল ১৯৭১ সালে। সেখানে চার দিন ধরে ৪২ জনকে পণবন্দি রাখা হয়েছিল। নিউ ইয়র্কের পুলিশ যখন সংশোধনাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১০ জন কর্মী-সহ ৪৩ জনের মৃত্যু হয়েছে।

Prison South Carolina Fight Prisoners
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy