Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহিদ ঐতিহাসিক তথ্য, বলল আন্তর্জাতিক আদালত

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের শহিদ হওয়ার ঘটনাকে আক্ষরিক অর্থেই, একটি ইতিহাস বলে উল্লেখ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও দুই রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিতে গিয়ে মঙ্গলবার এই পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। যুদ্ধাপরাধ মামলার রায়ের ৪৪৬ নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৪
Share: Save:

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের শহিদ হওয়ার ঘটনাকে আক্ষরিক অর্থেই, একটি ইতিহাস বলে উল্লেখ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও দুই রাজাকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিতে গিয়ে মঙ্গলবার এই পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। যুদ্ধাপরাধ মামলার রায়ের ৪৪৬ নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা বলেছেন।

ট্রাইব্যুনাল বলেছে, পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে মুক্ত করতে বাঙালি জাতি ও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। এটি ঐতিহাসিক সত্য। যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছেন। লক্ষ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন। এক কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে বাধ্য হয়েছেন। এই প্রতিষ্ঠিত ইতিহাস নিঃসন্দেহে জাতির আবেগের সঙ্গে মিশে রয়েছে।

বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়া দিনকয়েক আগেই বলেছিলেন, মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তাঁর এই বক্তব্যের বিতর্কের সূত্রপাত হয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যবেক্ষণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

war in crime prison truth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE