Advertisement
E-Paper

জঙ্গিদের হাতেই মৃত্যুই লেখা ছিল জ্যাসনের

তার এক বছর পরই ঘটেছিল নিউইয়র্কের ওয়াল ট্রেড সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। সে সময় ওখানেই উপস্থিত ছিলেন তিনি, কিন্তু বেঁচে গিয়েছিলেন প্রাণে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৯:১৩
নাইরোবি জঙ্গি হামলায় মৃত মার্কিন নাগরিক জ্যাসন স্পিন্ডলার। ছবি জ্যাসনের ফেসবুক থেকে।

নাইরোবি জঙ্গি হামলায় মৃত মার্কিন নাগরিক জ্যাসন স্পিন্ডলার। ছবি জ্যাসনের ফেসবুক থেকে।

১৮ বছর আগে জঙ্গিদের নাশকতার হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছিলেন তিনি। কিন্তু এ বার সেই ভাগ্য আর সঙ্গ দিল না। কেনিয়ার নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলার অভিজাত হোটেল ‘ডুসিট ডি টু’তে সেই জঙ্গি হামলাতেই মৃত্যু হল মার্কিন নাগরিক জ্যাসন স্পিন্ডলারের। হয়ত ভগবান তাঁর মৃত্যু এ ভাবেই চেয়েছিলেন!

২০০০-এ টেক্সাস ইউনিভার্সিটি থেকে স্নাতক হন জ্যাসন। তারপর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের চাকরি নিয়ে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে চলে আসেন তিনি। তার এক বছর পরই ঘটেছিল নিউইয়র্কের ওয়াল ট্রেড সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। সে সময় ওখানেই উপস্থিত ছিলেন তিনি, কিন্তু বেঁচে গিয়েছিলেন প্রাণে।

এর পর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের চাকরি ছেড়ে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেন স্পিন্ডলার। সেই পড়াশোনা শেষ করে সামাজিক উদ্যোগের কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন। সেই কাজের জন্যই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেতে হত তাঁকে। ওই কাজেই কেনিয়ায় এসেছিলেন।

স্পিন্ডলারের মত্যুতে শোকাহত তাঁর পরিবার। ফেকবুকে তাঁর ভাই জোনাথন স্পিন্ডলার লিখেছেন, ‘আমাদের পরিবারের অবস্থাটা ঠিক কী রকম তা বলার ভাষা নেই। জ্যাসন তুমি চিরকাল অসাধারণ পুত্র, ভাই ও বাবা হয়ে বেঁচে থাকবে।’

আরও পড়ুন: নিজের রক্ত দিয়ে তৈরি ক্রিম মাখেন বেকহ্যামের স্ত্রী!

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

US Citizen Jason Spindler Nairobi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy