Advertisement
E-Paper

পারিশ্রমিক বাকি, বুলডোজার দিয়ে মালিকের হোটেলই ভেঙে দিলেন কর্মী!

স্যামুয়েল আরও জানিয়েছেন যে, “সব কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল। খুব শীঘ্রই মালিককে হোটেল হ্যান্ডওভার করারও কথা ছিল। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি ছিল। আর ঠিক তখনই এমন কাণ্ড ঘটল।”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১০:২৫
হোটেলের লবির বেশির ভাগ অংশই ভেঙে তছনছ করে দিয়েছেন ওই শ্রমিক। ছবি: ভিডিয়ো থেকে গৃহীত।

হোটেলের লবির বেশির ভাগ অংশই ভেঙে তছনছ করে দিয়েছেন ওই শ্রমিক। ছবি: ভিডিয়ো থেকে গৃহীত।

এক্কেবারে নতুন তৈরি করা ঝাঁ চকচকে একটা হোটেল। আর বুলডোজার নিয়ে সেই হোটেলের কাচের দরজা ভেঙে চুরমার করে ঢুকছেন একজন। ঘটনাটি লিভারপুলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁদের হাতে তৈরি হয়েছে লিভারপুলের ওই হোটেল, তাঁদেরই এক জন শ্রমিক ওই কাণ্ড ঘটিয়েছেন। কারণ? দীর্ঘ দিন ধরে পারিশ্রমিকের টাকা চেয়ে হন্যে হয়ে শেষমেশ এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

গত সোমবার দুপুরে লিভারপুলের হোটেলের এই ঘটনাটি ঘটেছে। আর তার পরেই সামনে আসে এই ভিডিয়ো। রিসেপশন এরিয়া ভেঙে তছনছ করে দিয়েছেন ওই শ্রমিক। ভিডিয়োতে এ-ও দেখা গিয়েছে, অন্য শ্রমিকরা তাঁদের সহকর্মীর এমনতর কাণ্ড হাঁ হয়ে দেখছেন।

অভিযুক্ত সহকর্মীকে ‘ইডিয়ট’ বলে ওই হোটেলেরই এক সিলিং রিপেয়ারার স্যামুয়েল হোয়াইট বললেন, “২০ থেকে ৩০ মিনিট ধরে এই ধ্বংসের কাজ চালানো হয়েছে।” স্যামুয়েল আরও জানিয়েছেন যে, ৬০০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৫৬ হাজার টাকা পেতেন তাঁর ওই সহকর্মী। কিন্তু সে টাকা বহু দিন ধরে বাকি থাকায় শেষমেশ এমন কাণ্ড ঘটান অভিযুক্ত ওই শ্রমিক।

স্যামুয়েল আরও জানিয়েছেন যে, “সব কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল। খুব শীঘ্রই মালিককে হোটেল হ্যান্ডওভার করারও কথা ছিল। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি ছিল। আর ঠিক তখনই এমন কাণ্ড ঘটল।”

আরও পড়ুন: ২০৫০ বছর পর খোঁজ মিলল ক্লিওপেট্রার সমাধিস্থলের!

আরও পড়ুন: মাত্র ২৪ ঘণ্টায় পনেরো লক্ষ ডলার কমলার

তবে ঘটনায় একজন খুব সামান্য আহত হওয়া ছাড়া সেরকরম গুরুতর কেউ আহত হননি বলেও জানা গিয়েছে। প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই শ্রমিকের মালিকের তরফ থেকেও।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেরআন্তর্জাতিকবিভাগে।)

Liverpool Hotel Construction Construction Worker
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy