Advertisement
১৮ মে ২০২৪
sachin deb burman

বাংলাদেশে শচীন দেববর্মণের স্মৃতিতে মেলা

মহম্মদ শাহাদাত হোসেন ফোনে জানিয়েছেন, শচীন দেববর্মণের জন্ম এবং মৃত্যু অক্টোবর মাসে। একই মাসে জন্ম ও মৃত্যুবার্ষিকী হওয়ায় প্রশাসন এ মাসেই শচীন মেলার আয়োজন করে থাকে।

শচীন দেববর্মণ।

শচীন দেববর্মণ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ০৬:৫০
Share: Save:

কিংবদন্তি সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মস্থান বাংলাদেশের কুমিল্লায় তিন দিনের ‘শচীন মেলা’ হয়ে গেল। কুমিল্লার জেলাশাসক জানান, ‘মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’, এই ভাবনা নিয়ে শনিবার থেকে শুরু হয়েছিল মেলা। চলল আজ, সোমবার পর্যন্ত। আজই তাঁর মৃত্যুদিন। অতিরিক্ত জেলাশাসক মহম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ২০১৮ সালে থেকে কুমিল্লা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে আসছে। অতিমারির ফলে দু’বছর মেলা করা যায়নি। কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকায় শচীন কর্তার পৈতৃক বাড়ি। ওই বাড়ির মধ্যে কুমিল্লার খাদি, তাঁত, মাটির তৈরি পণ্য এবং বাঁশ ও বেতের জিনিসপত্রের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

মহম্মদ শাহাদাত হোসেন ফোনে জানিয়েছেন, শচীন দেববর্মণের জন্ম এবং মৃত্যু অক্টোবর মাসে। একই মাসে জন্ম ও মৃত্যুবার্ষিকী হওয়ায় প্রশাসন এ মাসেই শচীন মেলার আয়োজন করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sachin deb burman Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE