Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Emmanuel Macron

Emmanuel Macron: ফরাসি বিপ্লব! ডিম ছোড়া হল প্রেসিডেন্ট মাকরঁকে, হুলস্থুল ছবি ও কবিতার দেশে

গত কয়েক বছরে ফ্রান্সের মধ্যবিত্তদের মধ্যে মাকরঁ-র প্রতি অসন্তোষ ক্রমে বেড়েছে। গত ভোটে তার প্রভাবও পড়েছিল প্রেসিডেন্টের ভোট ব্যাঙ্কে।

ইমানুয়েল মাকরঁ।

ইমানুয়েল মাকরঁ।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৩
Share: Save:

খাবারের মেলায় ডিম ছুড়ে প্রতিবাদ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন এক ছাত্র। সোমবার ফ্রান্সের শহর লিয়ঁর একটি বাণিজ্য মেলায় এসেছিলেন মাকরঁ। ঘটনাটি তখন ঘটে। মাকরঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে চেঁচিয়ে ওই ছাত্র বলে ওঠেন ‘ভিভা লা রেভলিউশন’। অর্থাৎ ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’।

পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে ছাত্রটিকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, তিনি পুলিশ পরিষেবার ছাত্র। তবে রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে চরম বামপন্থী। যদিও কিসের প্রতিবাদে তিনি মাকরঁকে লক্ষ্য করে ডিম ছুড়েছিলেন, তা জানা যায়নি।

ওই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ডিমটি ভাঙেনি। মাকরঁ-র কাঁধ আলতোভাবে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তবে ঘটনাটিতে মাকরঁ যে বেশ ভালরকম চমকেছিলেন, তা তাঁর হাবভাবে স্পষ্ট।

উল্লেখ্য, এর আগেও এক ব্যক্তি চড় মেরেছিলেন ফরাসি প্রেসিডেন্টকে। গত কয়েক বছরে ফ্রান্সের মধ্যবিত্তদের মধ্যে মাকরঁ-র প্রতি অসন্তোষ ক্রমে বেড়েছে। গত ভোটে তার প্রভাবও পড়েছিল প্রেসিডেন্টের ভোট ব্যাঙ্কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Emmanuel Macron france Egg
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE