Advertisement
E-Paper

ইউনূসের জমানায় রাজনৈতিক হিংসায় নিহত ১৬০! অর্ধেকেরও বেশি বিএনপির গোষ্ঠীসংঘর্ষে

বাংলাদেশের মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস)-র প্রকাশিত প্রতিবেদনে দাবি, গত ১৩ মাসে রাজনৈতিক হিংসায় আহত হয়েছেন আহত হয়েছেন ৮০০০-এরও বেশি মানুষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৬:৪৭
মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম ১৩ মাসে সে দেশের রাজনৈতিক হিংসায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮০০০-এরও বেশি মানুষ। সে দেশের মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস)-র প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এইচআরএসএস-এর ওই রিপোর্ট উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, নিহত ১৬০ জনের মধ্যে অন্তত ৮৫ জন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির গোষ্ঠীদ্বন্দ্বের বলি! ৫০০০-জনেরও বেশি আহত হয়েছেন বিএনপিরই গোষ্ঠীসংঘর্ষে! ওই রিপোর্ট জানাচ্ছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০৪৭টি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রথম বর্ষপূর্তিতে কানাডার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘গ্লোবাল সেন্টার ফর ডেমোক্র্যাটিক গর্ভন্যান্স’-এর রিপোর্টে জানানো হয়েছিল, গত এক বছরে গণহিংসায় পিটিয়ে মারার ঘটনায় বাংলাদেশে মৃতের সংখ্যা ৬৩৭ জন। তার আগের বছর, অর্থাৎ গোটা ২০২৩ জুড়ে এই পিটিয়ে মারার ঘটনায় প্রাণ গিয়েছিল ৫১ জনের। অর্থাৎ, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের জমানার তুলনায় ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে হিংসায় মৃত্যু বেড়েছে ১০ গুণেরও বেশি।

Political Violence Bangladesh Bangladesh Unrest bnp Muhammad Yunus Bangladesh interim government Political Clash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy