Advertisement
E-Paper

যুদ্ধ আসছে, প্রস্তুত থাকুন: সামরিক ঘাঁটিতে গিয়ে বার্তা মার্কিন জেনারেলের

যুদ্ধ এগিয়ে আসছে, প্রস্তুত থাকতে হবে বাহিনীকে। সামরিক ঘাঁটিতে গিয়ে বার্তা মার্কিন বাহিনীর অন্যতম শীর্ষ কর্তার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ২১:১৬
মধ্য এশিয়ার বাইরেও যুদ্ধ শুরু হতে চলেছে, মার্কিন বাহিনীকে প্রস্তুত হতে হবে। বার্তা দিয়েছেন শীর্ষ সামরিক কর্তা। —প্রতীকী ছবি / এএফপি।

মধ্য এশিয়ার বাইরেও যুদ্ধ শুরু হতে চলেছে, মার্কিন বাহিনীকে প্রস্তুত হতে হবে। বার্তা দিয়েছেন শীর্ষ সামরিক কর্তা। —প্রতীকী ছবি / এএফপি।

চাঞ্চল্য ছড়ানো মার্কিন সামরিক বাহিনীর অন্যতন শীর্ষকর্তার মন্তব্যে। নরওয়েতে এক মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে নিজের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে এলেন জেনারেল রবার্ট নেলার। খবর মিলিটারি ডট কম সূত্রের।

নরওয়ের রাজধানী অসলোর ৪৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ট্রন্ডহেইমে মার্কিন মেরিন কোরের ৩০০ জনের একটি দল এই মুহূর্তে ঘাঁটি গেড়ে রয়েছে। মার্কিন বাহিনীর ইউরোপিয়ান কম্যান্ডকে এবং ন্যাটো বাহিনীকে সহায়তা করতেই মার্কিন মেরিন কোর অবস্থান করছে ওই অঞ্চলে। সেই সামরিক ঘাঁটিই পরিদর্শনে গিয়েছিলেন আমেরিকার জয়েন্ট চিফস অব স্টাফ-এর (মার্কিন বাহিনীর শীর্ষ নীতি নির্ধারক সংস্থা) সদস্য জেনারেল নেলার। বৃহস্পতিবার সেখানেই তিনি যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন।

নেলার বলেছেন, ‘‘আমি আশা করব আমার কথা ভুল প্রমাণিত হবে। কিন্তু একটা যুদ্ধ আসছে।’’ জেনারেল নেলার মার্কিন বাহিনীর কোনও ছোটখাটো কর্তা নন, অন্যতম শীর্ষ নীতি নির্ধারক তিনি। তাই তাঁর মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন: ৪ সেনা খুনের পর কাশ্মীর সীমান্তে তুমুল গোলাগুলি

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় পাক রেঞ্জার্সের গুলিতে নিহত ৩ ভারতীয় সেনা

নরওয়েতে মার্কিন মেরিন কোরের যে বাহিনী এখন মোতায়েন রয়েছে, সেই বাহিনীকে মোতায়েন করা হয়েছিল শান্তিকালীন পরিস্থিতিতে। কিন্তু যে কোনও মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে, এ কথা মাথায় রেখে বাহিনী যেন নিজেকে প্রস্তুত রাখে— এমনই বার্তা দিয়েছেন জেনারেল নেলার। রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হয়ে উঠতে পারে পরবর্তী সঙ্ঘাতের কেন্দ্রবিন্দু, এমন ভবিষ্যদ্বাণীও করেছেন মার্কিন সামরিক কর্তা।

USA Marine Corps General Robert Neller War আমেরিকা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy