জঙ্গি নেতা জালালুদ্দিন হক্কানি মারা গিয়েছেন। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ মঙ্গলবার তাঁর মৃত্যুর কথা জানায়।
১৯৭০ সালে পাকিস্তানের ওয়াজ়িরিস্তানে হক্কানি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর সঙ্গে যুদ্ধে হক্কানির গেরিলা বাহিনীকে মদত জুগিয়েছিল আমেরিকা। পরে তালিবানের ছত্রচ্ছায়ায় আসে হক্কানি নেটওয়ার্ক। তালিবান ও আল কায়দার সমর্থনে প্রবল পরাক্রমশালী হয়ে উঠেছিলেন। ওসামা বিন-লাদেনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল এই আফগান জঙ্গি নেতার। পরবর্তী সময়ে বিন-লাদেনের মতোই আমেরিকার দুশ্চিন্তার কারণ হয়ে ওঠেন তিনি।
গত ১০ বছর পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন হক্কানি। সংগঠনের রাশ তুলে দিয়েছিলেন ছেলে সিরাজউদ্দিনের হাতে। এর আগে বহু বার তাঁর মৃত্যুর খবর ছড়িয়েছিল। তালিবানের ঘোষণা এ বার দাঁড়ি টানল সমস্ত জল্পনায়।