মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা-নিষেধাজ্ঞার জবাব দিল আফ্রিকার দেশ চাদ। সে দেশের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো শুক্রবার আমেরিকার নাগরিকদের ভিসা দেওয়া অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন।
ট্রাম্প বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তার স্বার্থে ১২টি দেশের নাগরিকদের জন্য আমেরিকার দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন, আমেরিকায় প্রবেশাধিকারের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে আরও কয়েকটি দেশের উপরে। ট্রাম্পের ঘোষণার ফলে আগামী ৯ জুন থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না চাদ, আফগানিস্তান, মায়ানমার, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের বাসিন্দারা।
প্রবেশাধিকারের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের উপরও। ট্রাম্পের ওই পদক্ষেপের প্রতিবাদেই মার্কিন নাগরিকদের ভিসাদান স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন চাদের প্রেসিডেন্ট ইতনো। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘চাদের দেওয়ার মতো না কোনও বহুমূল্যের বিমান আছে, না আছে কোটি কোটি ডলার। তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’’ প্রসঙ্গত, সম্প্রতি কাতারের থেকে মহার্ঘ বিমান উপহার নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ট্রাম্প।