প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সুরেই এ বার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিশানা করল বাংলাদেশের অন্যতম প্রধান বামপন্থী দল সিপিবি (কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ)। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদের নির্বাচন নিয়ে গড়িমসি করছে।’’
অন্তর্বর্তী সরকারের ওই গড়িমসির কারণে দেশের রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে রুহিন বলেন, ‘‘সঙ্কটের সমাধানে এ বছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বিএনপি নেতৃত্ব ইতিমধ্যেই তা খারিজ করেছেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘স্থায়ী কমিটি’র সদস্য মির্জা আব্বাস শুক্রবার বলেন, ‘‘আমরা আশঙ্কা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আর কখনওই হবে না।’’
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণ ভাবে জাতীয় সংসদের নির্বাচনের প্রশ্নে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামি (বাংলাদেশের রাজনীতিতে ‘জামাত’ নামে যার পরিচিতি) এবং গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতাদের নতুন দল এনসিপি পুরোপুরি ইউনূসের পাশে রয়েছে। খালেদা অনুগামীদের অভিযোগ, দ্রুত জাতীয় সংসদের নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত, এটা বুঝেই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের যুক্তি দিয়ে ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গত ২১ মে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জ়ামান বলেছিলেন, ‘‘আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত।’’ কেবলমাত্র গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারই সংস্কারের অধিকার রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সিপিবির সাধারণ সম্পাদক রুহিনও শুক্রবার একই কথা বলেছেন।