আমেরিকার একটি বিমান সংস্থা গত কয়েক দিন ধরে এক নতুন সমস্যার মুখে পড়েছে। বিমানের ভিতর এবং বিমানবন্দরে পরিষেবা দেওয়ার যথেষ্ট কর্মী না থাকায় একের পর উড়ান বাতিল করতে হচ্ছে তাঁদের। শুক্রবার এবং শনিবার মিলিয়ে ৮০০টি উড়ান বাতিল করতে হয়েছিল। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, রবিবার আরও অন্তত ৪০০টি উড়ান বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
আচমকা তৈরি হওয়া একটি ঝড় এবং তার জন্য কর্মীদের বিভিন্ন জায়গায় আটকে পড়ায় পরিষেবা দেওয়ার কর্মী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, বাধ্য হয়েই বাতিল করতে হচ্ছে শ’য়ে শ’য়ে উড়ান। এতে আর্থিক ক্ষতি হচ্ছে দেখে সংস্থাটি রবিবার জানিয়েছে, অচিরেই অতিমারিতে বিদায় জানানো ১৮০০ কর্মীকে ফেরাতে চলেছে তারা। ডিসেম্বরের মধ্যে নিয়োগ করা হবে আরও অন্তত চার হাজার বিমানকর্মীকে।