আত্মপ্রচারের জন্য সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ উঠল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের বিরুদ্ধে। একই অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের কন্যা তথা সে দেশের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ়ের বিরুদ্ধেও। সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে লাহৌর হাই কোর্টে তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেত্রী আলিয়া হামজ়া এ বিষয়ে শনিবার একটি মামলা করেছেন লাহৌর হাই কোর্টে। সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে শাহবাজ় এবং মরিয়ম নিজেদের প্রচার করেছেন বলেছেন অভিযোগ তুলেছেন তিনি।
শরিফ পরিবারের দুই রাজনীতিক নিজেদের রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রচারের জন্য সাধারণ করদাতাদের টাকার অপব্যবহার করেছেন বলে আদালতে অভিযোগ তুলেছেন বিরোধী শিবিরের ওই নেত্রী। এর ফলে পাকিস্তানের জনতার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তাঁর। বস্তুত, পাকিস্তানের মানবাধিকারের অবক্ষয় নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদকে নিশানা করেছে নয়াদিল্লিও। এ বার পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও সেই একই অভিযোগ উঠে এল।
আরও পড়ুন:
গত মাসের শেষের দিকেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সভায় নাম না-করে ইসলামবাদকে নিশানা করেছিল ভারত। সেখানে ভারতীয় দূত ক্ষিতিজ ত্যাগী বলেছিলেন, “নিজেদের লোকের উপরে বোমা ফেলা থেকে ফুরসত পেলে ওরা (পাকিস্তান) মানবাধিকার রক্ষায় নজর দিক।” তিনি আরও বলেছিলেন, “আমাদের ভূখণ্ড (দখল)-এর লোভ ছেড়ে তাদের উচিত অবৈধ ভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড থেকে সরে যাওয়া। এ সব ছেড়ে তাদের উচিত নিজেদের ‘লাইফ সাপোর্টে’ থাকা অর্থনীতি, সেনার হস্তক্ষেপে বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং মানবাধিকারের অবক্ষয় দূর করতে পদক্ষেপ করা।”