Advertisement
০৪ মে ২০২৪
Reward

US Reward for Justice: পুরস্কার ঘোষণা আমেরিকার

একটি নম্বর দিয়ে তাদের খবর হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা টেলিগ্রামে জানাতে বলা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ওয়াশিংটন শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০৬:০৪
Share: Save:

ঢাকা বইমেলার কাছে মুক্তমনা নাস্তিক ব্লগার অভিজিৎ রায়কে খুন ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ (বন্যা)-র উপর জঙ্গি হামলার ঘটনায় দোষীদের ধরার জন্য পুরস্কার মূল্য ঘোষণা করেছে আমেরিকার বিদেশ দফতর। সোমবার আমেরিকার তাদের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ শাখা টুইট করে এখনও অধরা ওই জঙ্গিদের ধরাতে পারলে পাঁচ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা) পর্যন্ত পুরস্কার ঘোষণা করে। ২০১৫-র ২৬ ফেব্রুয়ারির এই হামলার ছ’বছর বাদে বাংলাদেশের আদালত ছ’জনকে দোষী সাব্যস্ত করে। কিন্তু দুই মূল পান্ডা সৈয়দ জিয়াউল হক (মেজর জিয়া) এবং আক্রম হোসেনকে এখনও ধরতে পারেনি পুলিশ। একটি নম্বর দিয়ে তাদের খবর হোয়াটসঅ্যাপ, সিগন্যাল বা টেলিগ্রামে জানাতে বলা হয়েছে। আমেরিকার বিদেশ দফতরের দাবি, দুই আমেরিকান নাগরিকের উপরে এই হামলার পিছনে আনসারুল্লা বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের আলকায়দা গোষ্ঠীর হাত রয়েছে। মূল অভিযুক্তেরা সম্ভবত এখনও বাংলাদেশে। ওয়াশিংটনবাসী বন্যা ঘোষণাটি ফেসবুকে শেয়ার করলেও মন্তব্য করতে রাজি হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reward usa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE