Advertisement
E-Paper

ভবিষ্যদ্বাণী না মেলায় লাইভ টিভিতে নিজের বই চিবিয়ে খেলেন লেখক!

দিন দু’য়েক আগে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফল বেড়িয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গড়ার পথে থেরেসা মে-র কনজারভেটিভ পার্টি

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১৬:০৮
ম্যাথিউ গডউইন। ছবি: সংগ্রহ।

ম্যাথিউ গডউইন। ছবি: সংগ্রহ।

ভবিষ্যদ্বাণী মেলেনি। বাজি ধরেছিলেন ভবিষ্যদ্বাণী না মিললে তাঁর নিজের লেখা আস্ত বই চিবিয়ে খাবেন। ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফলাফল বেরতেই দেখা গেল বাজি হেরেছেন ম্যাথিউ। যেমন কথা তেমন কাজ। ভবিষ্যদ্বাণী না মেলায় লাইভ শোয়ে নিজের বই চিবিয়ে খেলেন তিনি।

দিন দু’য়েক আগে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফল বেড়িয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গড়ার পথে থেরেসা মে-র কনজারভেটিভ পার্টি। তবে সবাইকে চমকে দিয়েছে লেবার পার্টি। ৪০.৩ শতাংশ ভোট পেয়েছে জেরেমি করবিনের দল। লেবার পার্টির খারাপ ফল নিয়ে যাঁরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ম্যাথিউ গডউইন ছিলেন তাঁদের অন্যতম। ‘ব্রেক্সিট: হোয়াই ব্রিটেন ভোটেড টু লিভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন’ বইটির লেখক ম্যাথিউ গত মাসে ব্রিটেনের সাধারণ নির্বাচন নিয়ে একটা টুইট করেছিলেন। তিনি টুইটে দাবি করেন, ৮ জুন নির্বাচনে লেবার পার্টি ৩৮ শতাংশেরও কম ভোট পাবে। আর যদি তাঁর কথা যদি না মেলে তা হলে তাঁর লেখা বইটা চিবিয়ে খেয়ে ফেলবেন। ৯ জুন ভোটের ফলপ্রকাশ হলে দেখা যায় ঠিক উল্টোটাই ঘটেছে। যেখানে তারা ৩৮ শতাংশেরও কম ভোট পাবে বলে দাবি করেছিল ম্যাথিউ, সেখানে তাঁর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে লেবার পার্টি ৪০.৩ শতাংশ ভোট পায়।

আরও পড়ুন: ফেসবুকে মহম্মদকে ‘অবমাননা’, ফাঁসির সাজা পাকিস্তানে

এতে টুইটারে ব্যাপক ট্রোলড হন ম্যাথিউ। লেবার পার্টির সমর্থকদের টুইট তাঁকে বিদ্ধ করতে থাকে। কেউ কেউ আবার তাঁকে বই চিবিয়ে খাওয়ার কথাও মনে করিয়ে দেন।

দেখুন ভিডিও:

এর পরই টুইট করে বই চিবিয়ে খাওয়ার কথা ঘোষণা করেন তিনি। টুইট করেন, ‘‘আচ্ছা আপনারাই জিতেছেন। আমিও এক কথার মানুষ। আজ বিকেল সাড়ে ৪টেয় স্কাই নিউজের অফিসে আমি আমার দেওয়া কথা রাখব।’’ হলও তাই। ওই দিন স্কাই নিউজের অফিসে এক লাইভ টেলিভিশন শো-য়ে তিনি নিজের লেখা বইটি খেয়ে ফেলেন। তাঁর বই খাওয়ার পর্ব পুরোটাই সম্প্রচারিত হয়।

দেখা যায়, বইয়ের পাতা ছিড়ে মুখে পুড়ছেন ম্যাথিউ। বেশ কষ্ট করেই সেগুলো চিবোচ্ছেন। তারপর দর্শকদের উদ্দেশে ক্যামেরার দিকে আঙুল দেখালেন। তবে স্কাই নিউজের তরফে জানানো হয়েছে, ম্যাথিউ বইটি চিবিয়ে ফেললেও গিলে ফেলেননি।

Brexit UK Mathew Godwin Election ব্রিটেন ব্রেক্সিট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy