Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Woman

প্রাক্তন বয়ফ্রেন্ডের নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করতে আজব উপায় বার করলেন যুবতী

দাদার প্রাক্তন বান্ধবী প্রায় দু’ মাস ধরে তাঁদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করছেন। অথচ তাঁরা বুঝতেই পারেননি।

 ছবি: টুইটার থেকে নেওয়া।

ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০২০ ১৫:৪৫
Share: Save:

সম্পর্ক আগেই ভেঙে গিয়েছে, তাও একই অ্যাকাউন্ট থেকে নেটফ্লিক্স ব্যবহার করে গেলেন এক মহিলা, প্রায় দু’ মাস ধরে। আর তা কেউ ধরতেই পারলেন না। ভাবছেন এটা কী করে সম্ভব! একটি অ্যাকাউন্ট কে কে ব্যবহার করছে তা সহজেই দেখা যায়। চোখের সামনেই ছিল সেই তথ্য, তাও কেউ ধরতেই পারেননি, ওই মহিলা এমনই বুদ্ধি করে লুকিয়ে রেখেছিলেন নিজের ইউজার আইডি। তাঁর এমন ‘প্রতিভা’ দেখে নেটফ্লিক্সও তাঁকে কুর্নিশ করেছে।

টুইটারে ‘ইয়োলোজিঞ্জার২’ নামের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট ভাইরাল হয়েছে। সেখানেই টুইটার ইউজার জানিয়েছেন, ‘তাঁর দাদার প্রাক্তন বান্ধবী প্রায় দু’ মাস ধরে তাঁদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করছেন। অথচ তাঁরা বুঝতেই পারেননি’। আসলে ওই মহিলা বুদ্ধি খাটিয়ে নিজের ইউজারটির নাম দিয়েছিলেন ‘সেটিংস’ আর সেই সঙ্গে ছবিও দিয়েছেন একটি বাফারিং আইকনের।

নেটফ্লিক্স অ্যাকাউন্টের ল্যান্ডিং পেজে এমন একটি ছবি আর সেটিংস লেখা দেখে ওই টুইটার ইউজার ভেবেছিলেন এটি নেটফ্লিক্সেরই কোনও সেটিংস অপশন। ফলে বিষয়টি নিয়ে মাথা ঘামননি। তবে দু’ মাস পরে হঠাৎই তাঁরা আবিষ্কার করেন, এটা নেটফ্লিক্সের কোনও সেটিংস অপশন নয়, এটি তাঁর দাদার প্রাক্তন বান্ধবী হ্যাক করে অ্যাকাউন্ট ব্যবহার করে যাচ্ছেন।

আরও পডু়ন: ১০৩ বছর বয়সে করোনাকে হারিয়ে নার্সিংহোমের বেডেই বিয়ারে চুমুক বৃদ্ধার

আরও পডু়ন: পরিবারের ৪ সদস্যকে দিল্লি পাঠাতে ১৮০ আসনের বিমান ভাড়া ব্যবসায়ীর

এমন চমকপ্রদ একটি ‘আইডিয়া’ টুইটারে শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। প্রচুর নেটাগরিক ওই মহিলার বুদ্ধির তারিফ করেন। আর সেই তালিকায় যোগ দিয়েছে, নেটফ্লিক্সও। নেটফ্লিক্সের ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে টুইট করা হয় ‘রেসপেক্ট’।

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Woman Boyfriend Netflix
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE