Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Prime Minister

কার্টুন চরিত্রের সঙ্গে তুলনা মোদীর! বিতর্কে আর্জেন্টিনার খবরের চ্যানেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আপু’-র সঙ্গে তুলনা করে বিতর্ক বাড়াল আর্জেন্টাইন খবরের চ্যানেল।

এ ভাবেই মোদীকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনার ওই টিভি চ্যানেল। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

এ ভাবেই মোদীকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনার ওই টিভি চ্যানেল। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ১৯:২৮
Share: Save:

টিভি স্ক্রিনের একপাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বুয়েনাস আইরেস বিমানবন্দরের মাটি ছোঁয়ার দৃশ্য। অপর পাশে ‘দ্য সিম্পসনস্’ শো-এর মুখ্য চরিত্র ‘আপু’-র ছবি। নীচে বড় করে স্প্যানিশে লেখা ‘LLEGO APU’ অর্থাত্ ‘আপু এসেছে’! জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় পৌঁছবার পর সেখানকার একটি খবরের চ্যানেলের এই ধরনের পরিবেশন নিয়ে বিতর্ক তৈরি হল সোশ্যাল মিডিয়ায়।

‘দ্য সিম্পসনস্’ টিভি শো-এর মুখ্যচরিত্র হল আপু নাহাসাপিমাপিটিলন। সে ভারতীয় বংশোদ্ভূত একজন অভিবাসী ব্যবসায়ী। জাতিগত একরোখামির জন্য আপু চরিত্রটি বহুল চর্চিত।

জি-২০ সম্মেলনে যোগ দিতে যাওয়া মোদীর পাশে এই চরিত্রটিকে ব্যবহার করা নিয়ে বিতর্কের মুখে পড়েছে আর্জেন্টাইন খবরের চ্যানেল ‘ক্রনিকা টিভি’। এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওই চ্যানেলকে দায়িত্ব জ্ঞানহীন বলেছেন।

আরও পড়ুন: কফি খেতে খেতে আর পর্নোগ্রাফি দেখা যাবে না এই সব আউটলেটে!

কমেডিয়ান হরি কোন্দাবলু ওই দৃশ্যের একটি স্ক্রিনশট নিয়ে টুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘এটা নিশ্চই সত্যি নয়, তাই তো?’ এর আগে বিতর্কিত ওই অভিবাসী ব্যবসায়ী চরিত্র নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছিলেন কোন্দাবলু। নাম দিয়েছিলেন, ‘দ্য প্রবলেম উইথ আপু’।

আরও পড়ুন: মোবাইলের ‘দাদাগিরি’ মেনে নিল কেমব্রিজ ডিকশনারিও! নতুন শব্দ এল ‘নোমোফোবিয়া’

পৃথিবীর ২০টি প্রধান অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলি যোগ দেয় জি-২০ সম্মেলনে। এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দু’টি পৃথক ত্রিদেশীয় বৈঠকে অংশ নেবেন মোদী। ভারত-জাপান-আমেরিকা ও চিন-রাশিয়া-ভারতের মধ্যে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে। বৈঠক সেরে মোদী দেশে ফিরবেন আগামী মঙ্গলবার।

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE