Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International news

কফি খেতে খেতে আর পর্নোগ্রাফি দেখা যাবে না এই সব আউটলেটে!

এই নিয়েই জমে উঠেছে কফি প্রস্তুতকারক সংস্থা স্টারবাকস আর পর্নোগ্রাফি ওয়েবসাইট ইউপর্নের লড়াই।

স্টারবাকস তাদের সমস্ত আউটলেটে অ্যাডাল্ট কনটেন্ট সার্চ ব্লক করে দিয়েছে। ছবি: সংগৃহীত।

স্টারবাকস তাদের সমস্ত আউটলেটে অ্যাডাল্ট কনটেন্ট সার্চ ব্লক করে দিয়েছে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ১৭:১০
Share: Save:

প্রথমে ‘চপেটাঘাত’! তারপরেই প্রত্যাঘাত! কফির কাপে চুমুক আর পর্নোগ্রাফি, স্টারবাকসে বসে এই দু’টি কাজ আর একই সঙ্গে করা যাবে না। আমেরিকায়। নতুন বছরের শুরু থেকেই এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে। আর এই নিয়েই জমে উঠেছে কফি প্রস্তুতকারক সংস্থা স্টারবাকস আর পর্নোগ্রাফি ওয়েবসাইট ইউপর্নের লড়াই।

লড়াইটা কী রকম?

পর্নোগ্রাফির উপর প্রথম আঘাত আনে কফি। আমেরিকার কফি প্রস্তুতকারক সংস্থা স্টারবাকস সম্প্রতি একটি নির্দেশিকায় জানিয়ে দেয়, তাদের কোনও আউটলেটের ফ্রি ওয়াইফাই জোনে কেউ কোনও রকমের অ্যাডাল্ট কনটেন্ট সার্চ করতে পারবেন না। এই ধরনের সব ওয়েবসাইটই ব্লক করে দেবে স্টারবাকস। বিশ্বের প্রায় প্রতিটা দেশেই স্টারবাকসের আউটলেট রয়েছে, তবে আপাতত ২০১৯ জানুয়ারি থেকে শুধু আমেরিকায় এই নির্দেশিকা চালু হতে চলেছে।

স্টারবাকসের এক আধিকারিক জানিয়েছেন, যাতে গ্রাহকদের কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোবাইলের ‘দাদাগিরি’ মেনে নিল কেমব্রিজ ডিকশনারিও! নতুন শব্দ এল ‘নোমোফোবিয়া’

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অশান্তি করে নিজেরই শিশুকন্যাকে ধর্ষণ করল ব্যক্তি!

বিষয়টাকে একেবারেই ভালভাবে নেয়নি পর্নোগ্রাফি ওয়েবসাইট ইউপর্ন। স্টারবাকসের সঙ্গে কোনওরকম বাগযুদ্ধে যায়নি তারা।বরং ইউপর্ন কর্তৃপক্ষও নিষিদ্ধ করে দিয়েছেন স্টারবাকসকে।অমেরিকায় ইউপর্ন সংস্থার অফিসের ভিতরে স্টারবাকসের একটি আউটলেট রয়েছে। কর্মীদের সেই আউটলেট থেকে কোনও কিছু কিনতে নিষেধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।ইউপর্ন-ও ১ জানুয়ারি থেকেই এই নির্দেশিকা জারি করতে চলেছে। স্টারবাকসের বদলে অন্য একটি সংস্থাকে বরাত দিতে চলেছে। বাইরে থেকেও কোনও স্টারবাকস প্রোডাক্ট অফিসের ভিতরে আনা যাবে না বলেও কর্মীদের মেল করে নির্দেশ দিয়েছেন ইউপর্ন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE