Advertisement
০৪ অক্টোবর ২০২৩
International News

অবশেষে নোবেল নিলেন বব ডিলান

সাহিত্যে নোবেল প্রাপক হয়েও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এড়িয়েই গিয়েছিলেন। অবশেষে মাস তিনেকের বিতর্ক সরিয়ে নোবেল হাতে নিলেন বব ডিলান। গত শনিবার স্টকহমে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে ডিলানের হাতে সেই পুরস্কার তুলে দিলেন সুইডিশ অ্যাকাডেমির সদস্যরা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১২:৫৩
Share: Save:

সাহিত্যে নোবেল প্রাপক হয়েও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এড়িয়েই গিয়েছিলেন। অবশেষে মাস তিনেকের বিতর্ক সরিয়ে নোবেল হাতে নিলেন বব ডিলান। গত শনিবার স্টকহমে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে ডিলানের হাতে সেই পুরস্কার তুলে দিলেন সুইডিশ অ্যাকাডেমির সদস্যরা।

গত বছর অক্টোবরে বব ডিলানের নোবেল প্রাপ্তির খবর ঘোষণার পর থেকেই তাঁর যথার্থতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। পাশাপাশি, স্টকহমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত থাকবেন না বলেও আগে থেকেই জানিয়ে দেন ডিলান। তা নিয়েও বিতর্ক কম হয়নি। গত ডিসেম্বরে তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সুইডেনের মার্কিন রাষ্ট্রদূত।

আরও পড়ুন

বিছানাতেই ফোন চার্জে বসিয়ে ঘুম, যুবকের গলায় থার্ড ডিগ্রি বার্ন!

স্টকহমে বব ডিলানের মিউজিক ট্যুরের আগে শনিবার মিডিয়ার চোখের আড়ালেই হয়েছে সেই অনুষ্ঠান। অ্যাকাডেমির সচিব সারা দানিয়ুস ব্লগে জানিয়েছেন, অনুষ্ঠানে শ্যাম্পেন ছিল, ছিল উচ্ছ্বাসও। যদিও সেখানেও বক্তৃতা করেননি ডিলান। অ্যাকাডেমি জানিয়েছে, প্রথা মতো আগামী ১০ জুনের মধ্যে তাঁকে বক্তৃতা করতেই হবে। না হলে ৮৯১,০০০ ডলারের পুরস্কার অর্থ হারাবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE