Advertisement
E-Paper

বলি অন্তত ১০, শক্তি হারাচ্ছে ইরমা

এখনও পাওয়া খবর অনুযায়ী, ইরমার বলি হয়েছেন ১০ জন। ঘরছাড়া প্রায় ৬৫ লক্ষ। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অন্তত ৫৮ কোটি মানুষ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ২০:৫৪
ইরমার তাণ্ডব। সোমবার ফ্লোরিডায়। ছবি: রয়টার্স

ইরমার তাণ্ডব। সোমবার ফ্লোরিডায়। ছবি: রয়টার্স

রবিবার ভোরের আলো ফোটার আগে থেকেই শুরু হয়েছিল তাণ্ডব। এক দিকে অতলান্তিক মহাসাগর, অন্য দিকে মেক্সিকো উপসাগরের মাঝে ছবির মতো সুন্দর পর্যটন শহর ফ্লোরিডা এখন জনমানবহীন শ্মশান। এখনও পাওয়া খবর অনুযায়ী, ইরমার বলি হয়েছেন ১০ জন। ঘরছাড়া প্রায় ৬৫ লক্ষ। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অন্তত ৫৮ লক্ষ মানুষ।

আরও পড়ুন: তান্ডব চালাচ্ছে ইরমা, ৬৫ কোটি মানুষ ঘর ছাড়লেন

দেখুন ভিডিও

ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইরমা। এই মুহূর্তে ক্যাটিগরি ১-এর রূপ নিয়েছে এই ঝড়। হারিকেন সেন্টার জানাচ্ছে, মঙ্গলবারের মধ্যে ক্রান্তীয় ঝড়ে পরিণত হবে ইরমা। উৎপত্তিস্থল থেকে ৪০০ মাইল পর্যন্ত প্রসারিত হতে পারে ক্রান্তীয় ঝড়। সেখানে হারিকেনের বিস্তার ৪০ মাইলের মধ্যে।

আরও পড়ুন: কী দশা করেছে ভয়াল ইরমা, দেখুন সেই ছবি

এখন দক্ষিণ ফ্লোরিডার মূল ভূ-খণ্ড থেকে পশ্চিম উপকূলের কি ওয়েস্ট হয়ে টামপার দিকে এগিয়ে চলেছে ইরমা। আগে থেকেই আমেরিকার রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবিলা দফতরের তরফে দেওয়া হয়েছিল সতর্কবার্তা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালিয়ে ফ্লোরিডায় আছড়ে পড়ার আগেই প্রায় ফাঁকা হয়ে গিয়েছে সৈকত শহর। প্রবল জলোচ্ছ্বাস আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ো হাওয়ায় তছনছ হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর শহর। তবে হ্যারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ইরমা টামপার দিকে সরে ধীরে ধীরে বিপদমুক্ত হবে ফ্লোরিডা।

Hurricane Irma Florida ফ্লোরিডা ইরমা Tropical Storm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy