নোয়াখালির হাতিয়া উপজেলায় মৎস্যজীবীদের অবৈধ ‘কারেন্ট জাল’ আটক অভিযানে গিয়ে হামলার মুখে পড়ল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড)। মৎস্যজীবীদের একাংশের হামলায়, কোস্ট গার্ডের এক জওয়ান এবং তাঁদের ব্যবহৃত অসামরিক জলযানের চালক জখম হয়েছেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে, সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ হাতিয়ার চেয়ারম্যানঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদীতে ওই হামলার ঘটনা ঘটে। জখম দু’জনকে কোস্ট গার্ডের অন্য সদস্যেরা মারমুখী জনতার থেকে উদ্ধার করেন। গুরুতর আহত কোস্ট গার্ড জওয়ানকে বরিশাল সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।
জলযানের চালকের আঘাত গুরুতর না হওয়ায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। হাতিয়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মহম্মদ আশরাফুল জানান, কিছু মৎস্যজীবীর কাছে কাছে অবৈধ ‘কারেন্ট জাল’ আছে শুনে মেঘনা নদীর নীল বয়া এলাকায় তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাঁদের বাহিনীর কয়েক জন। ওই সময় একটি মাছ ধরার ট্রলারকে থামতে বললে ট্রলারের মৎস্যজীবীরা পাল্টা হামলা চালান।