Advertisement
E-Paper

‘ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান’! আমেরিকার রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে এ বার কটাক্ষ খামেনেইয়ের

শনিবার থেকে আমেরিকা জুড়ে ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু হয়। লাখ লাখ নাগরিক জড়ো হন রাস্তায়। স্লোগান উঠেছে, ‘আমেরিকায় কোনও রাজা নেই’। সেই বিক্ষোভ নিয়েই ট্রাম্পকে কটাক্ষ করলেন খামেনেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২:২০
Ayatollah Ali Khamenei has mocked US President Donald Trump amid growing No King protests

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)। — ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জোরালো হচ্ছে মার্কিন মুলুকে। এ বার সেই ক্ষোভ-বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর কটাক্ষ, ক্ষমতা থাকলে সেই বিক্ষোভ দমন করে দেখান ট্রাম্প।

খামেনেই তাঁর এক্স পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে আমেরিকার নানা প্রান্তে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে প্রশমিত করুন। বিক্ষোভকারীদের নিজের ঘরে পাঠান। শেষে ট্রাম্পকে কটাক্ষ করে খামেনেই লেখেন, ‘‘অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না-করে, নিজের দেশের বিক্ষোভ নিয়ে ভাবুন।’’

ইরানের সঙ্গে পরমাণুচুক্তি করতে চেয়ে বার বার আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছে আমেরিকা। তবে ইরানের দাবি, তারা কখনওই আমেরিকার সামনে মাথা নত করবে না। যদি তাদের শর্ত মেনে চুক্তি করা হয়, তবেই আলোচনায় বসবে। দু’পক্ষের টানাপড়েনের ফলে এখনও পর্যন্ত পরমাণু চুক্তি সম্পর্কিত আলোচনা বাস্তবায়িত হয়নি। তার মাঝেই গত জুনে ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সময়ে ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণুকেন্দ্রগুলি! তবে ওই হামলায় পরমাণুকেন্দ্রগুলির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। সম্প্রতি এ প্রসঙ্গে খামেনেই ট্রাম্পের উদ্দেশে করা এক সমাজমাধ্যম পোস্টে লেখেন, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট গর্ব করে বলে থাকেন, তারা বোমা মেরে ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস করে দিয়েছেন। খুব ভাল কথা, এ ভাবে স্বপ্ন দেখতে থাকুন।’’ আবার এক বার পরমাণু প্রসঙ্গে মুখ খোলেন খামেনেই। তাঁর প্রশ্ন, কোন দেশের হাতে পরমাণু শক্তি থাকবে, তা নির্ধারণ করার কর্তৃত্ব কে দিয়েছে ওয়াশিংটনকে?

উল্লেখ্য, শনিবার থেকে আমেরিকা জুড়ে ট্রাম্প এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু হয়। লাখ লাখ নাগরিক জড়ো হন রাস্তায়। তাঁদের হাতে পোস্টার, কণ্ঠে স্লোগান। আর তা সবই ট্রাম্প-বিরোধী। রাজধানী ওয়াশিংটন তো বটেই, নিউ ইয়র্ক, শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জেলেস— প্রতিটি বড় শহরে বিক্ষোভ হয়েছে। স্লোগান উঠেছে, ‘আমেরিকায় কোনও রাজা নেই’।

বস্তুত, ট্রাম্পের একাধিক নীতিতে রুষ্ট মার্কিন জনতা। প্রতিবাদে পরিকল্পিত ভাবেই শনিবারের বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। নাগরিক সংগঠন ‘নো কিংস্‌’-এর ডাকে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ পথে নেমেছিলেন। উদ্যোক্তাদের দাবি, সবমিলিয়ে ৭০ লক্ষের বেশি মানুষ জমায়েত করেছিলেন আমেরিকার রাস্তায়। সেই বিক্ষোভ নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করলেন খামেনেই।

Ayatollah Ali Khamenei Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy