Advertisement
E-Paper

‘মোদীর সঙ্গে কথা হয়েছে’! হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপনের ফাঁকে ফের দাবি ট্রাম্পের, কী নিয়ে আলোচনা?

নরেন্দ্র মোদীকে তাঁর ‘বন্ধু’ মনে করেন, তা অতীতে বার বার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবারও সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রীকে ‘মহান ব্যক্তি’ এবং ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০৮:১৫
Donald Trump celebrate Diwali in White House and claim that he spoke with PM Modi

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে তাঁর। আরও এক বার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, কী নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে, তা-ও জানিয়েছেন। হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদীর সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান ট্রাম্প। পরে সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন মোদীও।

মোদীকে তাঁর ‘বন্ধু’ মনে করেন, তা অতীতে বার বার দাবি করেছেন ট্রাম্প। বুধবারও সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রীকে ‘মহান ব্যক্তি’ এবং ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি। তাঁর কথায়, ‘‘আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভাল বন্ধু।’’

কী নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার? ট্রাম্পের দাবি, ‘‘আমাদের মধ্যে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে বেশির ভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত।’’ যদিও বাণিজ্য বলতে কী বোঝাতে চেয়েছেন, তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে তার পরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তাঁর পুরনো দাবিই আবার পুনর্ব্যক্ত করেন। তাঁর কথায়, ‘‘আমাদের সম্পর্ক খুব ভাল। উনি (মোদী) বলেছেন, রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।’’

বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে। দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শেষে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াবে দুই দেশ।’’

গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি দাবি করেন, রাশিয়ার তেল আর কিনবেন না বলে তাঁকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর সম্প্রতি কোনও ফোনালাপ হয়নি। ট্রাম্পের দাবি একপ্রকার উড়িয়েই দিয়েছে সাউথ ব্লক। সেই আবহে গত সোমবার ট্রাম্প একপ্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, মোদী তাঁকে বলেছিলেন, রাশিয়া থেকে আর তেল কেনা হবে না। তার পরেও যদি সেই ধারা অব্যাহত রাখে ভারত, তবে তাদের উপর আরও চড়া শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে সেই দাবির ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মোদীকে ‘বন্ধু’ বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি হওয়ার কথা, তা এখনও ঝুলে রয়েছে। মোদী এবং ট্রাম্প বার বারই দাবি করে আসছেন, চুক্তি বিষয়ক আলোচনা ইতিবাচক। খুব শীঘ্রই দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হবে। তবে কেউই এখনও পর্যন্ত, চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনও মন্তব্য করেননি। সেই আবহে মোদীর সঙ্গে ট্রাম্পের বাণিজ্য নিয়ে আলোচনার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।

India-US Relationship Donald Trump Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy