Advertisement
০১ মে ২০২৪
Dengue in Bangladesh

বাংলাদেশের ডেঙ্গি বিশ্বের ভয়াবহতম: হু 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই এপ্রিলে ফি বছরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকার বেশ কিছু অঞ্চলে ডেঙ্গি ছড়ানো শুরু হয়। অগস্টে তার প্রাদুর্ভাব ছিল সব চেয়ে বেশি।

dengue

—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৮
Share: Save:

বাংলাদেশে সাম্প্রতিক ডেঙ্গির প্রাদুর্ভাবকে ‘বিশ্বের ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গি সংক্রমণ’ বলে অভিহিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বাংলাদেশ সরকারের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের এই শাখা সংগঠনটি বুধবার জানিয়েছে, গত সাড়ে চার মাসে এই দেশে ১ লক্ষ ৩৫ হাজারের বেশি মানুষ এডিস মশাবাহিত ডেঙ্গিতে
আক্রান্ত হয়েছে। মারা গিয়েছেন ৬৫০ জনের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই এপ্রিলে ফি বছরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকার বেশ কিছু অঞ্চলে ডেঙ্গি ছড়ানো শুরু হয়। অগস্টে তার প্রাদুর্ভাব ছিল সব চেয়ে বেশি। শুধু
গত মাসেই ৩০০-র বেশি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছেন। এখন ঢাকায় সংক্রমণের হার সামান্য কমলেও বাংলাদেশের অন্যান্য শহর এবং গ্রামাঞ্চলে ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এই ধরনের পতঙ্গবাহিত অসুখের এমন ভয়াবহ প্রাদুর্ভাবকে ‘আসন্ন জলবায়ু সঙ্কটের অশনিসঙ্কেত’ বলে উল্লেখ করা হয়েছে হু-র রিপোর্টে। সংস্থাটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞরা বাংলাদেশে সরকারের স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। ফি বছর বাংলাদেশে ডেঙ্গির প্রাদুর্ভাব হলেও এ বার গোড়া থেকেই হাসপাতালে ভর্তির হার
অনেক বেশি ছিল। মশার বংশবৃদ্ধির জন্য ঢাকার দুই পুর কর্পোরেশন এলাকার বাসিন্দাদের সচেতনতার অভাবকে দায়ী করে। আর বাসিন্দারা দায়ী করেন কর্পোরেশনের গাফিলতি ও উদাসীনতাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Dengue WHO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE