এক দিকে যথেচ্ছ ভাবে দূরত্ব-বিধি এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ, পাশাপাশি লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু। এই পরিস্থিতিতে দক্ষিণের সাগরে ঘনাচ্ছে সুপার সাইক্লোন। তার মার আটকাতে এখন ত্রাহি ত্রাহি রব।
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা-মৃত্যুতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে ২১ জন মারা যাওয়ায় দেশটিতে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৯। এ দিন মৃত ২১ জনের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, এক জন সিলেট বিভাগের এবং এক জন রাজশাহি বিভাগের বাসিন্দা। সংক্রমিতের সংখ্যা ২৩ হাজার ৮৭০। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হদিশ মিলেছে ১ হাজার ৬০২ জন নতুন সংক্রমিতের।
বিশিষ্ট অধ্যাপক, লেখক ও মৌলবাদ-বিরোধী আন্দোলনের নেতা মুনতাসির মামুন এ দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। দিন পনেরো আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।