Advertisement
E-Paper

বিমস্টেক: ঢাকা যাচ্ছেন ডোভাল

বাংলাদেশে ভোট বছরের শেষে। রাজনৈতিক ভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দু’দেশের যোগাযোগ বাড়ানোয় জোর দিচ্ছে ঢাকাও। নয়াদিল্লিও নজর রাখছে পরিস্থিতির ওপর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০২:০৭
অজিত ডোভাল

অজিত ডোভাল

প্রথম বৈঠকটি হয়েছিল বছর খানেক আগে দিল্লিতে। এ বার সমুদ্র নিরাপত্তা-সহ দক্ষিণ এশিয়ার সামগ্রিক সুরক্ষা সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ঢাকায় বসছে বিমস্টেক (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন) দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠক। তাতে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বহুপাক্ষিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গেও সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন ডোভাল।

বাংলাদেশে ভোট বছরের শেষে। রাজনৈতিক ভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দু’দেশের যোগাযোগ বাড়ানোয় জোর দিচ্ছে ঢাকাও। নয়াদিল্লিও নজর রাখছে পরিস্থিতির ওপর। আগামী ৭ তারিখে সে দেশে যাচ্ছেন বিদেশসচিব বিজয় গোখলে। প্রতিবেশী রাষ্ট্রে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যাতে সাম্প্রদায়িক হিংসা অথবা জঙ্গি সন্ত্রাসের মতো ঘটনা না বাড়ে, সেটাই চায় ভারত।

সম্প্রতি ঢাকায় বিমস্টেক-এর ২০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘‘গোটা অঞ্চলের জন্য সন্ত্রাসবাদই এখনও সব চেয়ে বড় চ্যালেঞ্জ। জঙ্গিদের কৌশল বদলাচ্ছে, তাদের নেটওয়ার্কও শক্তিশালী হচ্ছে। কোনও ভৌগোলিক সীমাই তারা মানে না। ফলে সন্ত্রাস রুখতে একসঙ্গে কাজ করতে হবে।’’

বিমস্টেক-এ রয়েছে ভুটান, মায়নমার, নেপাল, শ্রীলঙ্কা এবং তাইল্যান্ডও। রোহিঙ্গা সমস্যাটি এই মঞ্চে তুলে ধরবে ঢাকা। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানসূত্র খুঁজে বার করা ভারতের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই মায়ানমারের রাখাইন প্রদেশকে ঢেলে সাজার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি। বাংলাদেশের পক্ষে ওই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক আহমেদ সিদ্দিকি। কূটনৈতিক সূত্রের খবর, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। এই এলাকার জন্য একটি অভিন্ন কৌশল তৈরির চেষ্টা হবে বিমস্টেক বৈঠকে।

Ajit Doval National Security Advisor NSA Bimstec বিমস্টেক অজিত ডোভাল Dhaka ঢাকা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy